#বিজয়ওয়াড়া: তিরুপতি বালাজি ভক্তদের জন্য সুখবর৷ এবার পাওয়া যাবে মন্দিরের লাড্ডু প্রসাদ৷ লকডাউনের জেরে সব ধর্মস্থানগুলি বন্ধ রয়েছে৷ তাই আপাতত মন্দিরেও যেতে পারছেন না কোনও ভক্ত৷ তবে বুধবার থেকে নিজেদের প্রসাদ বিক্রি শুরু করে দিল তিরুমালা তিরুপতি দেবাষ্টনম (Tirumala Tirupati Devasthanams) ৷ অন্ধ্রপ্রদেশ জুড়ে মন্দিরের জেলার হেডকোয়ার্টার এবং টিটিডি (TTD kalyana mandapam) কল্যাণ মন্ডপমে মিলবে তিরুপতির প্রসাদ৷
২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই বন্ধ করে দেওয়া হয় প্রসাদ বিক্রি৷ দীর্ঘদিন বন্ধ থাকার পর মে মাসের শেষ দিকে এই প্রসাদ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়৷ শুধু যে নির্দিষ্ট দোকান থেকে পাওয়া যাবে প্রসাদ, তাই নয়, মিলবে অনলাইনেও৷ সেক্ষেত্রে যেখান থেকে অর্ডার করা হবে তার নিকটবর্তী টিটিডি তথ্যকেন্দ্র (TTD information centre) এবং টিটিডি কল্যাণ মন্ডপম (TTD kalyana mandapam) থেকে সেই প্রসাদ নিতে পারবেন ভক্তকূল৷
Andhra Pradesh: Tirumala Tirupati Devasthanams (TTD) resumes the sales of 'Tirupati laddu Prasadam', of Lord Balaji, at all district HQs & TTD kalyana mandapams across the state. The sales of prsadam were halted at Lord Balaji Temple amid nationwide lockdown to combat COVID-19. pic.twitter.com/BwHSrCxnbI
— ANI (@ANI) May 27, 2020
বিক্রি শুরুর পরপর পুরো প্রসাদের স্টক নিমেষে শেষ হয়ে গিয়েছে বলে জানান মন্দির কর্তৃপক্ষ৷ প্রথমদিনে প্রায় ২.৪ লক্ষ প্রসাদ বিক্রি হয়েছে৷ সাধারণত এক একটি লাড্ডু ৫০ টাকায় বিক্রি হয়৷ কিন্তু এই সময় তা বিক্রি হচ্ছে অনেকটা কম দামে৷ মাত্র ২৫ টাকায় বিক্রি হচ্ছে তিরুপতি মন্দিরের প্রসাদ৷
এরই পাশাপাশি প্রতিবেশী রাজ্য তামিল নাড়ু, কর্ণাটক এবং তেলেঙ্গানা সরকারের কাছে প্রসাদ পাঠানোর অনুরোধ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷ সরাসরি যাতে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদে এই প্রসাদ ভক্তদের কাছে পৌঁছে দেওয়া যায়, তারই আবেদন জানানো হয়েছে৷
Tirumala Tirupati Devasthanams (TTD) says that laddus will be sold online too and those who order online will be able to collect them from their nearest TTD information centre or TTD kalyana mandapam. https://t.co/uPzbgygCKt
— ANI (@ANI) May 27, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Prasad, Tirumala Tirupati temple