জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় বাঘের মর্মান্তিক মৃত্যু
জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় বাঘের মর্মান্তিক মৃত্যু
মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একটি ১২ বছরের বাঘের৷ বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালে৷ রামনগর-নৈনিতাল জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে, দ্রুত গতিতে ধেয়ে আসা গাড়ির ধাক্কায় মারা পড়ে বাঘটি৷
#নৈনিতাল:মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একটি ১২ বছরের বাঘের৷ বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালে৷ রামনগর-নৈনিতাল জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে, দ্রুত গতিতে ধেয়ে আসা গাড়ির ধাক্কায় মারা পড়ে বাঘটি৷ এমনটাই রিপোর্ট হিন্দুস্তান টাইমস-এর৷
রামনগর বন বিভাগের অন্তর্ভুক্ত ফতেহপুরের রেঞ্জ অফিসার খেয়ালি রাম আর্য বলছেন, "বুধবার ওই রাত ৯টা নাগাদ একটি এসইউভি বাঘটিকে ধাক্কা মারে৷ রামনগর-নৈনিতাল জাতীয় সড়কের ওপর বাখরা ব্রিজে এই ঘটনাটি ঘটেছে৷ খবর পাওয়ার পরেই আমরা দল নিয়ে সেখানে ছুটে গিয়েছিলাম৷ কিন্তু রাতে আমরা বাঘের দেহ খুঁজে পাইনি৷ বৃহস্পতিবার সকালে ১৫০ মিটার দূরে জঙ্গলের মধ্যে বাঘটি উদ্ধার করি৷ ময়নাতদন্তের পর বাঘের শবদাহ করা হয়৷ গাড়িটিকে পাকড়াও করা হয়েছে৷ চালকের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ১৭২ ধারায় মামলা রজু করা হয়েছে৷" কর্বেট ও তার আশেপাশের চত্বরেই বিশ্বের সবচেয়ে বেশি বাঘের ঘনত্ব রয়েছে৷
Uttarakhand: An elevated eco-bridge built across a highway in Kala Dungri range of Ramnagar Forest Division to save reptile species from being killed by vehicles
Forest Dept Official says, "This eco-bridge is 90 ft long & 5 ft wide. It's made from bamboo, rope & grass." pic.twitter.com/7yrcKxTqHi
গত ডিসেম্বরে রামনগর বন বিভাগের পক্ষ থেকে কালাধুঙ্গি-নৈনিতাল জাতীয় সড়কে উত্তরাখণ্ডের প্রথম ইকো-ব্রিজ তৈরি করা হয়৷ সরীসৃপ এবং অন্যান্য ছোট প্রাণীকে রাস্তা পার হওয়ার সময় যানবাহনের দুর্ঘটনা থেকে বাঁচাতেই এই ব্রিজের নির্মাণ করা হয়৷