Home /News /national /
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, কম্পন অনুভূত অরুণাচলেও

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, কম্পন অনুভূত অরুণাচলেও

Representational Image

Representational Image

ইরাক -ইরান সীমান্তের পর এবার তিব্বত ৷ শনিবার ভোরে তিব্বতের নাইংচি এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পে ৷

 • Share this:

  #নয়াদিল্লি: ইরাক -ইরান সীমান্তের পর এবার তিব্বত ৷ শনিবার ভোরে তিব্বতের নাইংচি এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪ ৷ নাইংচি অরুণাচল প্রদেশের কাছেই অবস্থিত ৷

  অরুণাচলের ভারত-চিন সীমান্ত সংলগ্ন বেশকিছু এলাকায় কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

  প্রথমবারের পর ফের একই জায়গা কম্পনে কেঁপে ওঠে ৷ দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৫ ৷

  First published:

  Tags: China Earthquake Networks Center, Quake Strikes Tibet, Tibet Earthquake

  পরবর্তী খবর