#মুম্বই: আপনি বসে খুব মন দিয়ে কাজ করছেন ৷ হঠাৎ কেউ এসে আপনার সামনে একটা সাপ ধরে দাঁড়াল ! তাহলে কেমন লাগবে ? এমন দৃশ্য দেখে চমকে ওঠাটাই স্বাভাবিক ৷ সানি লিওনের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই ঘটেছিল ৷ তিন বছর আগের একটি ভিডিও হঠাৎ নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যাচ্ছে শ্যুটিংয়ের সেটে সানি বসে স্ক্রিপ্ট পড়ছেন ৷ ঠিক সেই সময়ে একজন এসে তাঁর কানের সামনে একটি সাপ ধরে দাঁড়ায় ৷ প্রথম বিষয়টা ঠিক বুঝতে পারেননি সানি ৷ কিন্তু একঝলক দেখতেই চমকে লাফিয়ে ওঠেন তিনি ৷ সাপটিকে সানির গায়ের উপর ছেড়ে দিয়ে দৌড়ে পালায় ওই যুবক !
আসলে সাপটা আসল ছিল না ৷ স্রেফ মজার জন্যই একটি নকল খেলনা সাপ এনে সানির মুখের সামনে ধরেছিলেন ওই ফিল্ম ইউনিটের এক সদস্য ৷ কিন্তু হঠাৎ করে দেখলে তা বোঝা কারোর পক্ষেই সম্ভব ছিল ৷ সাপটি দেখে প্রচণ্ড ভয়ে চমকে উঠে ওই যুবককে মারতে দৌড়ন সানি ৷