#তেলঙ্গনা: দশ ঘণ্টার লড়াই শেষ হল। বাঁচানো গেলো না দুধের শিশুটিকে। এনডিআরএফ -এর উদ্ধারকারী দল জানিয়ে দিল, গর্তের ভিতরেই মৃত্যু হয়েছে তেলঙ্গনার ৩ বছরের শিশু সাই বর্ধনের।
বুধবার বিকেল পাঁচটা নাগাদ তেলঙ্গনার মেদক জেলার পডচানপল্লী গ্রামে খেলতে খেলতে ১২০ ফুট গভীর গর্তে পড়ে যায় এই শিশুটি। দিন কয়েক আগেই সে বাবা মায়ের সঙ্গে দাদু দিদিমার গ্রামের বাড়িতে এসেছিল। বুধবার বিকেলে দাদুর সঙ্গে খেলতে বেরিয়েছিল সে। বাড়ি ফেরার সময় আচমকাই একটি কুয়োয় পড়ে যায় সে। শুরু হয় উদ্ধারকার্য।
ক্যামেরর সাহায্যে শিশুটির উপর নজর রাখছিল পুলিশ। গর্তে অক্সিজেনও পাঠানো হয় শিশুটির শ্বাসপ্রশ্বাস সচল রাখতে। পাশাপাশি শুরু হয় একটি সমান্তরাল গর্ত খোঁড়ার কাজ।
আশায় বুক বেঁধেছিল শিশুটির পরিবার। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। পাশের গর্ত দিয়ে বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ শিশুটির কাছে গিয়ে উদ্ধারকারী দলের সদস্য দেখেন, শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: NDRF, Telengana kid