#শ্রীনগর: একটি ছবি এক হাজার শব্দের সমান৷ সাংবাদিকতায় বহু পুরনো এবং চিরসত্য একটি প্রবাদ৷ এই তিন চিত্র সাংবাদিকের ছবিগুলিও এমনই৷ এক একটি ছবিই তুলে ধরছে তামাম কাশ্মীর উপত্যকা৷ ফিচার ফটোগ্রাফিতে ২০২০ সালের পুলিত্জার পুরস্কার পেলেন কাশ্মীরের তিন চিত্র সাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান ও চন্নি আনন্দ৷ এঁরা তিন জনেই সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এর সাংবাদিক৷
ইয়াসিন ও মুখতার খান শ্রীনগরের বাসিন্দা৷ আনন্দ জম্মুর বাসিন্দা৷ ২০১৯ সালে ৫ অগাস্টে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার৷ তারপর দীর্ঘ দিন কাশ্মীর লকডাউন ছিল৷ এমনকী ফোন, ইন্টারনেট পর্যন্ত ছিল না কাশ্মীরে৷ কাশ্মীরের খবর বাইরের জগত্ পায়নি৷ সেই ছাই চাপা আগুনে কাশ্মীরের ছবি তুলেছিলেন এই তিন সাংবাদিক৷ নিজের জীবন হাতে নিয়ে৷
তিন জনে সেই সময় কাশ্মীর পরিস্থিতির ছবি তুলবেন বলে অচেনা কারও বাড়িতে গা ঢাকা দিয়ে থাকতেন অশান্তিপ্রবণ এলাকাগুলিতে৷ ক্যামেরাকে লুকিয়ে প্রাণ হাতে সেই ছবিগুলি তুলেছিলেন৷ কিন্তু ছবি তুলে তো অফিসে পাঠাতে হবে৷ ইয়াসিন ও মুখতার তাই সোজা চলে যেতেন বিমানবন্দরে৷
কাশ্মীরি যাত্রীদের অনুরোধ করতেন ছবিগুলি পৌঁছে দিতে৷ পেনড্রাইভ, ডিস্ক সব দিয়ে দিতেন৷ সংবাদ সংস্থার প্রতিনিধিরা দিল্লি বিমান বন্দরে সেগুলি নিতেন৷
এ হেন কঠিন সময়ে অসাধারণ সাংবাদিকতার পুরস্কার পেলেন এই তিন চিত্রসাংবাদিক৷ এ দিন তিন জনের নাম পুলিত্জার পুরস্কারের জন্য ঘোষিত হতেই কাশ্মীরে কার্যত উত্সব শুরু হয়ে গিয়েছে সাংবাদিক মহলে৷ আজ অর্থাত্ মঙ্গলবার ভোর ৩টেয় প্রথম খবরটি পান তাঁরা৷ তারপর সংবর্ধনায় ভরে গিয়েছ হোয়াটসঅ্যাপ৷
কাশ্মীরের এখন সূর্যোদয়ের আগে ঘুম ভাঙে৷ রোজা চলছে৷ মাসটা পবিত্র৷ ঝিলম উপত্যকায় আজকের সূর্যোদয়টা এক অন্য বার্তা নিয়ে এল৷ অনেক পরাধীনতার মধ্যেও সংবিধানের চতুর্থ স্তম্ভের ধুলো ঝাড়েন রোজ৷ কেউ না কেউ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kashmir, Pulitzer Prize 2020