#মুম্বই: মুম্বইয়ে নৌসেনার ডকইয়ার্ডে দাঁড়িয়ে থাকা যুদ্ধজাহাজ আইএনএস রণবীরে বিস্ফোরণের জেরে প্রাণ গেল তিন নৌসেনার (INS Ranvir Explosion)৷ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন৷
এ দিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়েই এই খবর জানানো হয়েছে৷ যুদ্ধজাহাজে থানা নৌবাহিনীর অন্যান্য সদস্যরাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ যদিও গুরুতর আহত তিন নৌসেনার প্রাণ বাঁচানো যায়নি৷ ঘটনায় বোর্ড অফ এনকয়ারির নির্দেশ দেওয়া হয়েছে (Indian Navy)৷
আরও পড়ুন: বাংলার ট্যাবলো বিতর্ক থামাতে মমতাকে তড়িঘড়ি চিঠি রাজনাথের! কী আশ্বাসবাণী রাজ্যকে?সূত্রের খবর, যুদ্ধ জাহাজে থাকা কোনওরকম অস্ত্র বা গোলাবারুদ থেকে এই বিস্ফোরণ ঘটেনি৷ যুদ্ধ জাহাজের ইন্টার্নাল কমপার্টমেন্টে এই বিস্ফোরণ ঘটে৷ তবে বিস্ফোরণে সেভাবে যুদ্ধজাহাজটির কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে৷
আরও পড়ুন: সূর্যের আলোয় চলে, কিন্তু সোলার সিস্টেম নেই কোনও! ১৫০ বছরের পুরনো এই ঘড়ি যেন বিস্ময়!
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, 'দুর্ভাগ্যজনক একটি ঘটনায় মুম্বইয়ের নাভাল ডকইয়ার্ডে মোতায়েন করা আইএনএস রণবীরের ইন্টার্নাল কমপার্টমেন্টে বিস্ফোরণে আহত তিন নৌবাহিনীর তিন সদস্যের মৃত্যু হয়েছে৷' বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, 'যুদ্ধজাহাজে কর্তব্যরত বাহিনীর বাকি সদস্যরাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন৷'
The news of explosion onboard INS Ranvir is extremely sad.
My condolences to the family and friends of the Navy sailors who’ve lost their lives. Wishing quick and complete recovery for the injured. — Rahul Gandhi (@RahulGandhi) January 18, 2022
ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি৷
ইস্টার্ন নাভাল কম্যান্ডের এই যুদ্ধজাহাজটি গত বছরের নভেম্বর মাস থেকে ক্রস কোস্ট অপারেশনাল ডেপ্লমেন্টে ছিল৷ খুব শিগগিরই সেটির বেস পোর্টে ফিরে আসার কথা ছিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Navy, Mumbai