Home /News /national /

অবশেষে বিয়ে, খুশিতে চোখের জলে ভাসলেন ৩ জোড়া HIV Positive বর-কনে

অবশেষে বিয়ে, খুশিতে চোখের জলে ভাসলেন ৩ জোড়া HIV Positive বর-কনে

যা কিনা একেবারেই অসম্ভব ছিল, তাই যেন চোখের সামনে ঘটে গেল ৷ বিয়ে করলেন ৩ জোড়া এইচআইভিতে আক্রান্ত বর-কনে ৷

 • Share this:

  #বির: এ যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা ৷ আর সেই স্বপ্ন সত্যি হওয়ার ঘটনা চোখের সামনে দেখল মহারাষ্ট্রের বির গ্রামের মানুষ ৷ যা কিনা একেবারেই অসম্ভব ছিল, তাই যেন চোখের সামনে ঘটে গেল ৷ বিয়ে করলেন ৩ জোড়া এইচআইভিতে আক্রান্ত বর-কনে ৷

  প্রযুক্তির উন্নয়নে আমরা এগিয়ে গেল, বেশ কিছু বিষয় এখনও সেভাবে সমাজ এগিয়ে যায়নি ৷ যার মধ্যে এইচআইভি রয়েছে প্রথম তালিকাতেই ৷ আজও এইচআইভি রোগে আক্রান্ত মানুষদের একঘরে করে দেওয়ার রীতি দেখা যায় ৷ নানা সচেতনমূলক কাজ হলেও, এ বিষয়ে এখনও সম্পূর্ণ সাফল্য পাওয়া বেশ দুষ্কর ৷ এরই মাঝে মহারাষ্ট্রের বির গ্রামের এই ঘটনা যেন অগ্রগতির এর উজ্জ্বল নির্দশন ৷

  পালিতেই ছোট থেকে বড় হয়েছে তিন কন্যা ৷ একটু বড় হতেই তাঁদের মনে জায়গা করে নেয় বিয়ের স্বপ্ন ৷ কিন্তু সেই স্বপ্নে কালো অন্ধকার হয়ে নেমে আসে এইচআইভি ! তিন কন্যাই ভেবে নিয়েছিল তাঁদের আর এই জীবনে সংসার করা হবে না ৷ এভাবেই স্বপ্নভঙ্গ হয়ে বেঁচে থাকতে হবে ৷ অবশেষে জেলা শাসকের হস্তক্ষেপে এবং সমাজসেবক সন্ধ্যা বার্গেজ ও দত্তাত বার্গেজের হস্তক্ষেপে এই তিন কন্যার বিয়ে ঠিক হয় ৷ শেষমেশ তাঁরাও খুঁজে পায় নিজেদের মতো জীবনসঙ্গী ৷

  পুলিশ সুপার হর্ষ পোদ্দার জানিয়েছেন, ‘বির গ্রামের এই ঘটনা সবার সামনে এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ৷’

  রিপোর্ট: Janhavi Bhatkar Input Suresh Jadhav

  Published by:Akash Misra
  First published:

  Tags: HIV positive

  পরবর্তী খবর