#কলকাতা: বিন্দুতে শুরু। বিন্দুতেই বিলীন। আর্যভট্টের সঙ্গেই মিলে যাবে শিল্পী এস এইচ রাজার সিরিজ। ৮১তম বর্ষে এই বিন্দুকেই সিন্ধু বানাতে চলছে বাদামতলা আষাঢ় সংঘ।
বিজ্ঞান বলে ব্রহ্মাণ্ড সৃষ্টি একটি বিন্দু থেকে। শুরু দিন থেকে আজ পর্যন্ত এই বিন্দুর মধ্যেই লুকিয়ে আছে সব অস্তিত্ব। আর পুরাণ দাবি করে, মা দুর্গা হলেন ৩৩ কোটি সম্মিলীত শক্তির উৎস্য। এই দুই তত্ত্বই এক বিন্দুতে মেলাতে চায় কালীঘাটের বাদামতলা আষাঢ় সংঘ।
দক্ষিণ কলকাতার অন্যতম গ্ল্যামার এই পুজো। শিল্পী স্নেহাশিস মাইতি সাজাচ্ছেন মণ্ডপকে। তাঁর বিন্দু তৈরি হচ্ছে প্লাইউড, পিভিসি পাইপ, কাপড় আর আয়না দিয়ে। শিল্পী মনে করেন, বিন্দুতে শুরু আর বিন্দুতেই শেষ। তাই এই মণ্ডপের থিম ভাবতে গিয়ে স্নেহাশিস সামনে এসেছেন প্রোগেসিভ আর্টিস্ট গ্রুপের শিল্পী এস এইচ রাজার সিরিজকেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।