• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ৩৩ বছর ধরে দিনে শুধুমাত্র একবার, এক কাপ চা খেয়ে বেঁচে রয়েছেন ছত্তিশগড়ের এই মহিলা

৩৩ বছর ধরে দিনে শুধুমাত্র একবার, এক কাপ চা খেয়ে বেঁচে রয়েছেন ছত্তিশগড়ের এই মহিলা

 • Share this:

  #ছত্তিশগড়: 'এক কাপ চায়ে আমি তোমাকে চাই!' প্রেম হোক কী শরীরের ক্লান্তি দূর করা...এক কাপ চা-র কোনও বিকল্প নেই! কিন্তু ভাবুন তো,  আপনার প্রতিদিনের খাদ্য শুধুই চা। শুনতে অবাক লাগলেও, ছত্তিশগড়ের কোরিয়া জেলার বরডিয়া গ্রামের বাসিন্দা, ৪৪ বছরের ইপিল্লি দেবীর ক্ষেত্রে এমনটাই ঘটেছে! ১১ বছর বয়সে তিনি সবরকম 'সলিড ফুড' খাওয়া ছেড়ে দিয়েছিলেন। এরপর গত ৩৩ বছর ধরে শুধু এক কাপ চা–ই তাঁর প্রতিদিনের খাবার। এজন্য পাড়ায় তাঁর নাম ‘‌চায়েওয়ালি চাচি’‌।

  ইপিল্লি দেবীর বাবা রতিরাম জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়তে একবার জনকপুরে জেলা স্তরের স্কুল প্রতিযোগিতায় যোগ দিতে গিয়েছিলেন তাঁর মেয়ে। বাড়ি ফেরার পরই সব রকম ভারী খাবার এমনকী জল খাওয়াও বন্ধ করে দেন ইপিল্লি। শুধু চাই হয়ে ওঠে তাঁর খাদ্য! পরিবারের সবাই হাজার চেষ্টা করেও তাঁকে কিছুতেই অন্য কোনওরকম খাবার খাওয়াতে পারেননি। প্রথমে দুধ–চায়ের সঙ্গে বিস্কুট এবং পাঁউরুটি খেতেন, ক্রমশ তাও বন্ধ হয়ে যায়। বর্তমানে তিনি শুধু লাল চা খান, তাও দিনে একবার সূর্যাস্তের পর।

  পিল্লি দেবীর ভাই বিহারীলাল রাজভড়ে বললেন, তাঁরা বোনকে নিয়ে অনেক হাসপাতাল, চিকিৎসক এমনকী মনরোগ বিশেষজ্ঞের কাছেও গিয়েছেন। কিন্তু কেউ তাঁর এধরনের আচরণের কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। তাঁকে খাবারও খাওয়াতে পারেননি। দিনভর বাড়ির ভিতরেই থাকেন ইপিল্লি এবং শিবকে স্বামী মেনে তাঁর উপাসনা করেন।

  আরও পড়ুন-বেকারত্ব-গরিবি থেকে নজর ঘোরাতেই রাম মন্দির ইস্যু: অমর্ত্য সেন

  First published: