#ইনদওর: বহু বছর ধরে তিনি গোটা দেশে জনপ্রিয় । সকলেই তাঁকে একবাক্যে চেনেন ডান্সার ট্রাফিক পুলিশ হিসেবে । নাচ পাগল এই পুলিশকর্মী মাঝ-রাস্তাতেও নাচতে নাচতে ট্রাফিক সামলান । গত ১৬ বছর ধরে এই কাজ করে আসছেন তিনি । কিন্তু এর পিছনে রয়েছে দুঃখের এক কাহিনী ।
মধ্যপ্রদেশের ইনদওরের রাস্তায় নামলেই এই ট্রাফিক পুলিশকর্মীকে দেখতে পাবেন আপনি । ইনি মাঝ-রাস্তায় দূর্দান্ত সব ডান্স স্টেপ দেখিয়ে চক্ষু ছানাবড়া করে দেন যাত্রীদের । রঞ্জিত সিং নামের ওই ব্যক্তির বিশেষ পছন্দ মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক’ । বিশ্বখ্যাত প্রয়াত পপ-তারকা মাইকেল জ্যাকসনের ওই বিখ্যাত ডান্স স্টেপটি দারুণ দক্ষতায় রপ্ত করেছেন তিনি । আর সেই নেশা এখন যুক্ত করে নিয়েছেন পেশার সঙ্গে ।
তবে এর পিছনে রয়েছে একটি দুঃখের ঘটনা । একবার শহরের একটি এলাকায় মারা্মক পথ দুর্ঘটনা ঘটেছিল । তাতে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির । মিস্টার সিং একটি বার্তা পান, তাঁকে ওই জায়গায় গিয়ে ভিড় সামলাতে হবে এবং পরিস্থিতি দেখভাল করতে হবে । সেখানে গিয়ে রঞ্জিত দেখেন, তাঁর বন্ধুর মৃত্যু হয়েছে । এই সময় ভীষণ ভয়, অনেক উৎকন্ঠা নিয়ে উনি প্রথমবার ভিড় সামলাতে তাঁর ডান্স স্টেপ ব্যবহার করেন । ঘটনাস্থলে উপস্থিত অফিসাররা তা দেখে খুশি হয় । সকলেই রঞ্জিতকে বলেন, তাঁর নাচের ফলেই অত মানুষকে ওখান থেকে সরানো সম্ভব হয়েছে ।
Indore's traffic constable Ranjeet Singh has been using 'moonwalk' to control the traffic for nearly 16 years, he got famous on social media because of his unique style of performing his duty however, a tragic story behind his mirth at work @ndtv @ndtvindia @vinodkapri pic.twitter.com/t72p6wtavZ
— Anurag Dwary (@Anurag_Dwary) January 18, 2021
এরপর থেকেই পেশার কাজে সম্পূর্ণভাবে নিজের না পূরণ হওয়া শখটিকে টেনে নিয়ে আসেন রঞ্জিত । তাঁর কথায়, দারিদ্র্যের জন্য নাচের প্রথাগত তামিল তিনি নিতে পারেননি, কিন্তু এই কাজের ফলে তাঁর নাচ গোটা দেশের মানুষ দেখছেন । শুধু তাই নয়, পথচলতি মানুষের মুখে হাসিও ফুটিয়ে তুলছে তাঁর এই নাচ । অভিনব কায়দায় ট্রাফিক সামাল দিয়ে তিনি বেস্ত ট্রাফিক পুলিশ অ্যাওয়ার্ডও পেয়েছেন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance, Madhya Pradesh, Traffic Police