• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • শাড়ি পরে একের পর এক ভল্ট দিচ্ছেন মহিলা! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল

শাড়ি পরে একের পর এক ভল্ট দিচ্ছেন মহিলা! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল

এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে একজন মহিলা সিফনের শাড়ি পরে দারুণ দক্ষতার সঙ্গে ফ্রন্ট ফ্লিপ করলেন । উড়ন্ত অবস্থাতেও শাড়িটা যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখাটাই আসল কৌশল।

এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে একজন মহিলা সিফনের শাড়ি পরে দারুণ দক্ষতার সঙ্গে ফ্রন্ট ফ্লিপ করলেন । উড়ন্ত অবস্থাতেও শাড়িটা যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখাটাই আসল কৌশল।

এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে একজন মহিলা সিফনের শাড়ি পরে দারুণ দক্ষতার সঙ্গে ফ্রন্ট ফ্লিপ করলেন । উড়ন্ত অবস্থাতেও শাড়িটা যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখাটাই আসল কৌশল।

 • Share this:

  #চণ্ডীগড়: বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে । জীবনের আনন্দ, খুশি, সুখ, দুঃখ সবটাই এখন ভার্চুয়াল । আর এর পাশাপাশি রয়েছে বিকাশের দূর্দান্ত সুযোগ । দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে কত শত প্রতিভা । সাধারণ পন্থায় হয়তো কোনওদিনই তা লোকসমক্ষে আসত না । কত মানুষের, কত গুণই চাপা পড়ে যেত প্রচারের অভাবে ।

  কিন্তু এই ভার্চুয়াল জগতে যখন গোটা বিশ্বই মুঠোফোনে বন্দী, তখন মাত্র একটা ক্লিকেই পৃথিবীর যে কোনও প্রান্তের মানুষের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি অবলীলায় । আর এ ভাবেই মানুষের প্রতিভাও আজ সকলের সামনে উন্মুক্ত ।

  স্টান্ট তো অনেকরকম হয় । সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নানারকম স্টান্ট দেখে থাকি আমরা । কিন্তু এই ‘ফ্রন্ট ফ্লিপ’ বেশ আলাদা । শূন্যে ডিগবাজি খাওয়ার এই কায়দা হয়তো অনেকেরই জানা । কিন্তু তা বলে শাড়ি পরে! এটা করার সাহস কিন্তু সচরাচর কেউ দেখাবেন না ।

  কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে একজন মহিলা সিফনের শাড়ি পরে দারুণ দক্ষতার সঙ্গে ফ্রন্ট ফ্লিপ করলেন । উড়ন্ত অবস্থাতেও শাড়িটা যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখাটাই আসল কৌশল। সেটা তুখোড় পটুতার সঙ্গে করলেন এই মহিলা । শুধু ফ্রন্ট ফ্লিপ বা সামনে ডিগবাজিই নয়, ব্যাক ফ্লিপও করতে পারেন ইনি । নিজের ট্যুইটার ও ইনস্টাগ্রামে নিয়মিত সেই সব ভিডিও পোস্ট করেন পারুল আরোরা নামের ওই মহিলা ।

  অনেকেই অবশ্য পারুলের আসল পরিচয় জানেন না । কী ভাবে তিনি শাড়ি পরে এই অসাধ্য কাজ করেন, সেটা ভেবেই সকলে অবাক হয়ে যান । আসলে হরিয়ানার বাসিন্দা পারুল নিজে একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট । ফলে তাঁর কাছে এই সব কাজ বাঁ হাতের খেল । সম্প্রতি বেগুনি শাড়ি পরে নিজের ইনস্টাগ্রামে একটি স্টান্টের ভিডিও শেয়ার করেছেন পারুল । তাতে পর পর তিনবার ভল্ট খেয়েছেন তিনি । স্বাভাবিকভাবেই মুহূর্তে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে ।

  তবে ভিডিওর ক্যাপশনে পারুল লিখেছেন, ‘‘শাড়ি মে খতরনাক স্টান্ট’ । অর্থাৎ তিনি নিজেও স্বীকার করেন ১২ হাত লম্বা একটা পোশাক পরে এই কাজ করা খুব একটা সহজসাধ্য নয় ।

  Published by:Simli Raha
  First published: