corona virus btn
corona virus btn
Loading

চোলির নীচে লেহেঙ্গা কই ? শর্টস পরে কনে ! 'ভাইরাল' নতুন বউয়ের সাজের ভিডিও--

চোলির নীচে লেহেঙ্গা কই ? শর্টস পরে কনে ! 'ভাইরাল' নতুন বউয়ের সাজের ভিডিও--

লাল জারদৌসি দুপাট্টা, ভারী কাজের চোলি, গা ধর্তি গয়না, মাথায় সিঁদুর... বরের সঙ্গে দিব্য পোজ দিয়েছেন কনে! সবই ঠিক ছিল, মাঝখান থেকে নিম্নাংশে হারিয়ে গেল লেহেঙ্গা

  • Share this:

#পঞ্জাব: বিয়ের দিন ঐতিহ্য মেনে সাজবেন কনে তো জানা কথা! কিন্তু সম্প্রতি বিয়ের দিন চেনা গতের বাইরে সেজে নেট দুনিয়ায় ভাইরাল কনে!

লাল জারদৌসি দুপাট্টা, ভারী কাজের চোলি, গা ধর্তি গয়না, মাথায় সিঁদুর... বরের সঙ্গে দিব্য পোজ দিয়েছেন কনে! সবই ঠিক ছিল, মাঝখান থেকে নিম্নাংশে হারিয়ে গেল লেহেঙ্গা! চোলির নীচে তিনি আর লেহেঙ্গা পরেননি! পরেছেন নীল রঙের নাইকি শর্টস!

কিন্ত তাঁর বিয়ের সাজ সত্যিই ভয় পাইয়ে দেওয়ার মতো! কিন্তু আচমকা কন এমন বেমক্কা আইডিবা মাথায় এল ? জানা যায়, কনে নাকি স্বাধীনতায় বিশ্বাসী! প্রথাগত গতের বাইরে হাঁটবেন... সেই থেকেই এই চিন্তার উৎপত্তি!

নববধূর এহেন 'অদ্ভুত' সাজের ছবি মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়! নেটিজেনদের কেউ ধিক্কার দিয়েছেন, কেউ বা আবার ঠাট্টা... মোটের উপর বিয়ের পোশাকেই সুপারহিট কন্যে!

দেখুন ভিডিও--

First published: August 20, 2019, 10:45 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर