• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • আকাশ থেকে আপনার হাতে চলে আসবে গরমা গরম চা, কীভাবে জানুন

আকাশ থেকে আপনার হাতে চলে আসবে গরমা গরম চা, কীভাবে জানুন

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

 • Share this:

  #লখনউ: সকাল সকাল ঘুম থেকে ওঠা ৷ আর ঘুম ঘুম চোখে চায়ের পেয়ালায় সুখচুমুক ৷ আহা! পরম তৃপ্তি ৷ সে এক স্বর্গীয় অনুভূতি ৷

  কারও পছন্দ ঘন দুধের চা ৷ তো কারও পছন্দ দুধ ছাড়া দার্জিলিং লিকার ৷ আবার কারও পছন্দ হল গ্রিন টি ৷ শরীরটা তো ফিট রাখতে হবে ৷ সে যাই হোক না কেন চা চাই-ই চাই ৷

  কেউ আবার গোটা দিনের যে কোনও সময়ই চা খেতে পারেন ৷ আবার কেউ অফিসে গোটা দিন কোনও খাবার-দাবার না খেয়ে, স্রেফ কয়েক কাপ চায়ের উপরই টিকে থাকতে পারেন ৷ চায়ের কোনও বিকল্পই হয় না ৷ অফিস হোক বা টি-পার্টি, সর্বত্রই চায়ের জয়-জয়কার ৷

  tea3

  ভাবুন তো আপনি ঘুম থেকে উঠলেন আর আকাশ থেকে নেমে আসল চা ভর্তি কাপ ৷ তবে, কেমন হয় ব্যাপারটা? ভাবছেন, কী ভুল ভাল বকছি? মোটেই না বাস্তবেই এমনটা হতে চলেছে ৷

  আর এমনটা করতে চলেছে লখনউয়ের এক সংস্থা ৷ যাদের হাত ধরে আকাশ থেকে নেমে আসবে চা ৷ ওই সংস্থাটি তৈরি করে ফেলেছে একটি ড্রোন ৷ যার সাহায্যেই চা পৌঁছে যাবে গ্রাহকদের ঘরে ঘরে ৷ অর্থাৎ ড্রোনটিই আপনার বাড়িতে চা ডেলিভার করে দিয়ে আসবে। লখনউয়ের টেক ইগল সংস্থা ফুড ডেলিভারি ‘‌কাকা’‌র সঙ্গে যৌথভাবে এই পরিকল্পনা করেছে।

  tea4

  টেক ইগল একটি ড্রোন তৈরি করেছে যা ১০ কিমি এলাকা পর্যন্ত চা ডেলিভার করবে। এই ড্রোনে ২ লিটার চা ধরার সক্ষমতা রয়েছে বলে জানা গিয়েছে। এই ড্রোনের সৃষ্টিকর্তা বিক্রম সিং বলেন, ‘‌ড্রোনের মধ্যে জিপিএস ইনস্টল করা হয়েছে, যাতে জিপিএসের মাধ্যমে ড্রোনটি ঠিকানা খুঁজে সেখানে ডেলিভারি দিয়ে আসে। কিছু মিনিটের মধ্যেই চা–প্রিয় মানুষের হাতে ধোঁয়া ওঠা গরম চা পৌঁছে যাবে। তবে তা এখন শুধুমাত্র লখনউতে সীমাবদ্ধ। চা ছাড়াও অন্য খাবারও এই ড্রোনের মাধ্যমেই গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে। এক্ষেত্রে কোনও ডেলিভারি বয় লাগছে না।’‌

  First published: