corona virus btn
corona virus btn
Loading

১০২ বছরের ডাক্তার, ৭ দিনই দেখেন রোগী, পারিশ্রমিক মাত্র ৩০ টাকা !

১০২ বছরের ডাক্তার, ৭ দিনই দেখেন রোগী, পারিশ্রমিক মাত্র ৩০ টাকা !
Image Courtesy : Indiatimes

অফিসে গেলে কাজ করতে ইচ্ছে করে না ৷ মাঝে মাঝেই বলে ওঠা, দূর রোজ অফিস আসতে কারও ভালো লাগে ৷

  • Share this:

#পুণে: অফিসে গেলে কাজ করতে ইচ্ছে করে না ৷ মাঝে মাঝেই বলে ওঠা, দূর রোজ অফিস আসতে কারও ভালো লাগে ৷ এমনকী, কাজের পর মাস শেষে বেতন হাতে আসলে, আরও বিরক্তি ৷ এই অল্প পয়সাই কী কাজ করা যায় !

তবে পুণে ১০২ বছর বয়সি এক ডাক্তারের খবর পড়লে জানবেন, আমাদের এই বিরক্তির কোনও অর্থই নেই ৷ ডক্টর বলওয়ান্ত ঘাটপাণ্ডে ৷ বয়স ১০২ ৷ সম্প্রতি দেশের সবচেয়ে বৃদ্ধ ডাক্তারের তালিকায় নাম উঠেছে বলওয়ান্তের ৷ তবে শুধুই বয়স নয়, ইনি নিজেই নিজের কাজে রেকর্ড গড়েছেন ৷

৭ দিনই নিজের চেম্বারে আসেন তিনি ৷ দেখেন রোগী ৷ তবে পারিশ্রমিকের সময় আসলেই, মাত্র ৩০ টাকাতেই খুশি ৷ ইন্ডিয়াটাইমসকে ডক্টর বলওয়ান্ত জানিয়েছেন, ‘এই পেশা আমাকে প্রচুর সম্মান, টাকা-পয়সা দিয়েছে ৷ আমি যতদিন বেঁচে থাকব, ততদিন এই কাজ করে যাব ৷ কারণ, এখন এই পেশা আমাকে মানসিক শান্তি দেয় ৷ মানুষ যখন সুস্থ হয়ে এসে আমার সঙ্গে দেখা করে, তখন যে তৃপ্তি হয়, সেটাই আমার নেশা !’

First published: July 6, 2017, 4:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर