হোম /খবর /দেশ /
দেশে মোট করোনা আক্রান্তের ৩০ শতাংশেরই নিজামুদ্দিন যোগ! সত্যি হলো আশঙ্কা

দেশে মোট করোনা আক্রান্তের ৩০ শতাংশেরই নিজামুদ্দিন যোগ! সত্যি হলো আশঙ্কা

দিল্লির ধর্মীয় জমায়েত থেকে ছড়াচ্ছে সংক্রমণ৷ PHOTO- FILE

দিল্লির ধর্মীয় জমায়েত থেকে ছড়াচ্ছে সংক্রমণ৷ PHOTO- FILE

নিজামুদ্দিনের ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগদানকারীদের মাধ্যমে আরও বহু মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, সেই আশঙ্কা এখনও যথেষ্টই৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা শনিবার পর্যন্ত ৩০৭২৷ তার মধ্যে ১০২৩ জন আক্রান্তের সঙ্গেই দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের জমায়েতের যোগ পাওয়া গিয়েছে৷ যা মোট আক্রান্তদের তিরিশ শতাংশ! মোট সতেরোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই রোগীদের খোঁজ মিলেছে৷

এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লভ আগরওয়ালই সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানিয়েছেন৷ নিজামুদ্দিনের ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগদানকারীদের মাধ্যমে আরও বহু মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, সেই আশঙ্কা এখনও যথেষ্টই৷

এই তথ্য পেশ করেও স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব দাবি করেছেন, দেশের লকডাউন জারি করার যথেষ্ট সুফল পাওয়া যাচ্ছে৷ কিন্তু এই সময় ছোট্ট কোনও ভুলেরও বড় খেসারত দিতে হবে দেশবাসীকে৷ ফলে আগামী লকডাউনের বাকি সময়টুকু সরকারের জারি করা যাবতীয় বিধিনিষেধ মেনে চলার অনুরোধ করেছেন তিনি৷

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তদের মধ্যে ০ থেকে ২০ বছর বয়সিদের সংখ্যা ৯ শতাংশ৷ ২১ থেকে ৪০ বছর বয়সি আক্রান্তদের সংখ্যা ৪২ শতাংশ, ৩৩ শতাংশ আক্রান্তের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে৷ আর ৬০ বছরের বেশি বয়স, এমন আক্রান্তের সংখ্যা ১৭ শতাংশ৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Coronavirus, Coronavirus in India