GST লাগু হওয়ার পর কী কী জিনিসের দাম বাড়তে চলেছে দেখে নিন

GST লাগু হওয়ার পর কী কী জিনিসের দাম বাড়তে চলেছে দেখে নিন

পয়লা জুলাই থেকে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে দেখে নিন একনজরে -

  • Share this:

#নয়াদিল্লি: শেষমেশ বাস্তবরূপ পেতে চলেছে Goods and service tax ৷ পয়লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে এই বিল ৷ দেশজুড়ে অভিন্ন করব্যবস্থা চালুর লক্ষ্যে তৈরি হয় Goods and service tax ৷ আলাদা আলাদা একগুচ্ছ কর নয়, সব পণ্য কিনতে ও পরিষেবা পেতে দিতে হবে একটাই কর।

৩০ জুন-১ জুলাই মধ্যরাত থেকে লাগু হতে চলেছে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ GST ৷ ৩০ জুন-১ জুলাই মধ্যরাত থেকেই কার্যকর হবে এক দেশ এক নীতি ৷ সাত দশকের পুরনো অর্থনীতির খোলনলচে পরিবর্তিত হয়ে তৈরি হবে নয়া অর্থনৈতিক কাঠামো ৷

জিএসটি-র ক্ষেত্রে চারটি ট্যাক্স স্ল্যাবে যাবতীয় পণ্য ও পরিষেবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ কর স্ল্যাবগুলি হল- ৫%, ১২%, ১৮% ও ২৮% ৷ এর ফলে বিভিন্ন পণ্য ও পরিষেবার দাম পরিবর্তিত হতে চলেছে ৷ জিএসটির লাগু হওয়ার পর বেশ কিছু পণ্য ও পরিষেবার দাম অনেক কমবে ৷ তেমনি প্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দাম বাড়ছে ৷

পয়লা জুলাই থেকে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে দেখে নিন একনজরে -

ছোট গাড়ি-

বিলাসবহুল গাড়ি বা মোটারবাইকের দাম কমলেও দাম বাড়তে চলেছে ছোট গাড়ির ৷ ছোট গাড়িতে এখন ২৬-২৮ শতাংশ ট্যাক্স দিতে হয় ৷ কিন্তু জিএসটি লাগু হলে পেট্রোল গাড়িতে দিতে হবে ২৮ শতাংশ ট্যাক্স ৷ এর উপর দিতে হবে ১ % অতিরিক্ত সেস ৷ অন্যদিকে ডিজেল গাড়িতে লাগে ৩ % সেস ৷অথার্ৎ দাম বাড়তে চলেছে অল্টো, সেলেরিয়ো, ব্যালেনো হুন্ডাই i10 ও i20-দাম ৷ ছোট ডিজেল গাড়িতে ট্যাক্স লাগবে ২১ শতাংশ ৷ অথার্ৎ দাম বেড়ে যাবে Maruti Suzuki Desire, TATA Tigor গাড়িগুলির ৷

চা, কফি ও মশলা

জিএসটি লাগু হলে দাম বাড়বে চা, কফি ও মশলার ৷ এই জিনিসগুলিতে এবার থেকে ৫ শতাংশ জিএসটি দিতে হবে ৷ বর্তমানে যাতে ৩-৪ শতাংশ ট্যাক্স দিতে হয় ৷

গ্যামলিং ও ক্যাসিনো

যারা গ্যামলিং ও ক্যাসিনো খেলতে ভালোবাসেন তাদের আগের থেকে এখন অনেক বেশি ট্যাক্স দিতে হবে ৷ গ্যামলিঙে জিএসটি লাগু হওয়ার পর দিতে হবে ২৮ শতাংশ ট্যাক্স ৷

TV, AC, WASHING MACHINE

পয়লা জুলাই থেকে জিএসটি লাগু হওয়ার পর থেকে এসি, টিভি ও ওয়াশিং মেশিন কিন্ত দিতে হবে বেশি টাকা ৷ কারণ আগের থেকে এই সমস্ত প্রোডাক্টে দিতে হবে বেশি ট্যাক্স ৷

সাবান ও টুথপেস্ট সস্তা হলেও শ্যাম্প ও পারফিউমের দাম বাড়তে চলেছে ৷

মেটাল ও কংস্ট্রাকশন

জিএসটির জেরে মাইনিং ও সিমেন্টের দাম বাড়তে চলেছে ৷

তামাক ও লাক্সারি গুডস

টোব্যাকো, লাক্সারি গুডসেও দিতে হবে বাড়তি ট্যাক্স ৷ এখন থেকে এই পণ্যগুলির জন্য দিতে হবে ২৮ শতাংশ ট্যাক্স ৷

টেলিফোন বিল

টেলিফোন বিলের ১৫ শতাংশের বদলে দিতে হবে ১৮ শতাংশ ট্যাক্স ৷ অথার্ৎ এবার থেকে বেশি টেলিফোন বিল দেওয়ার জন্য তৈরি থাকুন ৷

রেল টিকিট

পয়লা জুলাই থেকে জিএসটির কারণে ফার্স্ট,সেকেন্ড ও থার্ড এসি-র টিকিটের দাম বাড়তে চলেছে ৷

ব্যাঙ্কিং পরিষেবা

ব্যাঙ্কিং পরিষেবাতে দিতে হবে ১৮ শতাংশ জিএসটি লাগু হবে ৷ এখন ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে দিতে হয় ১৫ শতাংশ জিএসটি ৷ এবার থেকে ডিমান্ড ড্রাফ্ট, ফান্ড ট্রান্সফারে বেশি টাকা দিতে হবে ৷

First published: 04:17:39 PM Jun 29, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर