#ইন্দোর: এ রাজ্যের মানুষ সম্প্রতি যে ঘটনার প্রত্যক্ষ করেছিল, তেমনই এক ঘটনা গতকাল সোমবার ধরা পড়ল মধ্যপ্রদেশে ৷ প্রচার সেরে কনভয় নিয়ে যাচ্ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ সেখানে তাঁর গাড়ি দেখতে পেয়েই বিজেপি সমর্থকরা ‘মোদি মোদি’ স্লোগান দিতে শুরু করে ৷
যে ভাবে সেই পরিস্থিতি সামাল দিলেন রাজীবকন্যা প্রিয়াঙ্কা-তাই যেন শিক্ষণীয় হয়ে রইল তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে ৷ গাড়ি থেকে নেমে বিরক্তি প্রকাশ করেননি প্রিয়াঙ্কা ৷ বরং, রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। তাঁকে অস্বস্তিতে ফেলার যে ছক কষেছিলেন বিজেপি সমর্থকরা, তা ব্যর্থ করে দেন প্রিয়াঙ্কা। গাড়ি থেকে নেমে একগাল হাসি নিয়ে বিজেপি সমর্থকদের সঙ্গে করমর্দন করেন তিনি৷ তাঁদের শুভেচ্ছাও জানান৷ করমর্দন করে কংগ্রেস নেত্রী তাঁদের বলেন, ‘‘আপনারা আপনাদের জায়গায়, আমি আমার জায়গায়। অল দ্য বেস্ট’’৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় রাজীবকন্যার সেই সৌজন্যের ভিডিও ৷
সোমবার মধ্যপ্রদেশের ইন্দোরে নির্বাচনী প্রচার যান প্রিয়াঙ্কা গান্ধী। মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়ে উজ্জয়িনী কেন্দ্রে রোড শো করেন তিনি। তাঁকে একপলক দেখার জন্য চোখে পড়ার মতো উৎসাহ দেখা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
इंदौर में कुछ लोगों ने प्रायोजित तरीक़े से मोदी-मोदी के नारे लगाए तो प्रियंका गांधी ने कार से उतर कर नारे लगाने वालों से हाथ मिलाया और कहा “आप अपनी जगह, मैं मेरी जगह ‘आल दी बेस्ट”।
इसे कहते हैं देश की मिट्टी, देश की जनता और देश के कण-कण से प्यार। काश...मोदी भी देश को समझ पाते। pic.twitter.com/dEYL7CdaKI — MP Congress (@INCMP) May 13, 2019