#শ্রীনগর: কোনও কিছুতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন থামাচ্ছে না পকিস্তান ৷ ভারতীয় সেনা পাল্টা জবাবে কেরন সেক্টরে পাক রেঞ্জার্সের চারটি ছাউনি উড়িয়ে দেওয়ার পরও আক্রমণ জারি রেখেছে পাক সেনা ৷ ফের হিরানগর ও সাম্বা সেক্টরে শনিবার রাত ২টো থেকে লাগাতার শুরু পাক গুলিবর্ষণ ৷ রবিবার সকাল ৬টা পর্যন্ত অবিরাম ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার শেল ও গুলি বর্ষণ জারি রাখে পাক সেনা ৷ জবাবে এপার থেকেও গুলি চলে ৷
সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আর এস পুরা সেক্টরেও গুলি চালায় পাক সেনা ৷ পাল্টা উত্তর দেয় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী ৷ রাত তিনটে অবধি দু’পক্ষের লাগাতার গুলির লড়াই চলে ৷
পাক হামলার যোগ্য জবাব দিতে সেনা ও বিএসএফকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। শুক্রবারও সীমান্তের পরিস্থিতি নিয়ে বৈঠকে কেন্দ্রের কড়া মনোভাব স্পষ্ট করেন রাজনাথ। তারপরেও সীমান্ত পারের পরিস্থিতিতে কোনও উন্নতি ঘটেনি ৷
শুক্রবার রাতে পাকিস্তান সেনার বর্বরতার শিকার হন এক ভারতীয় সেনা জওয়ান ও এক বিএসএফ জওয়ান ৷ কাশ্মীরের কুপওয়ারা জেলার ম্যাকহিল সেক্টরে সংঘর্ষের সময় শহীদ হন এক ভারতীয় জওয়ান ৷ এরপর তার দেহ লাইন অফ কন্ট্রোলের কাছে টেনে নিয়ে গিয়ে অঙ্গচ্ছেদ করে জঙ্গিরা ৷
তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও ৷ দুই দেশের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গিরও ৷
বিএসএফ জওয়ান মনজিত সিংয়ের দেহ বিকৃত করে পালানোর সময় আরও একটি কুকীর্তি পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের। সংঘর্ষ চলার সময় মাছিল থেকে কিছুটা দূরে গুলিবিদ্ধ হন আরও এক বিএসএফ জওয়ান। আহত সেই জওয়ানকে গুলি করে পালিয়ে যায় ব্যাট জওয়ানরা।
শনিবার মৃত্যু হল জওয়ান নীতীন সুভাষের। জওয়ানের দেহ বিকৃত করার পর আহত জওয়ানকে গুলি করার ঘটনায় ক্ষোভ সেনা ও বিএসএফে।
সেনা আধিকারিক জানিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এই নিয়ে ৬০ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷
এর আগে রবিবার কাশ্মীরের রাজৌরি সেক্টরে ভারত-পাক সীমান্তে গুলি চালায় পাকিস্তানি ট্রুপ। গুলিতে মৃত্যু হয় এক জওয়ানের।
গত ২৪ ঘণ্টায় উপত্যকার ৫টি সেক্টরে ২২ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাক সেনা। বিএসএফের পালটা গুলিতে গত ৭ দিনে নিহত অন্তত ১৩ পাক রেঞ্জার্স ও ২ সেনা। বিএসএফের ইউএলভি মর্টার হানায় ধংস্ব ৩টি পাক সেনা চৌকি। শনিবার রাতে কেরন সেক্টরে আরও চারটি পাক রেঞ্জার্সের ছাউনি উড়িয়ে দেয় ভারতীয় জওয়ানরা ৷
চলতি মাসের ২৩ তারিখ কাশ্মীরের রাজৌরি সেক্টরে ভারত-পাক সীমান্তে গুলি চালায় পাকিস্তানি ট্রুপ। গুলিতে মৃত্যু হয় এক জওয়ানের।
এর আগে চলতি মাসের ৪ তারিখই নওসেরা সেক্টরে গুলি বর্ষণ করে পাক সেনা ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। যদিও, কেউ হতাহত হয়নি। মনে করা হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতেই জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে চাইছে পাকিস্তান। তাই সংঘর্ষ বিরতি ভেঙে বারবার এমন হামলা চালানো হচ্ছে। এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।
গত মাসের ২৮ তারিখ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷ এরপর থেকেই সীমান্তের ওপার থেকে হামলার ঘটনা বেড়েই চলেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ceasefire violation by pakistan, Fresh ceasefire violation by Pakistan, Rspura Sector