• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • সাদা-কালোই এবার হিন্দুস্থান পার্কের রঙ

সাদা-কালোই এবার হিন্দুস্থান পার্কের রঙ

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

এই খানেতে সাদা কালোয়, মিলে গেছে আঁধার আলোয়। হিন্দুস্তান পার্কে আঁধার আর আলোর মেলবন্ধন ঘটাচ্ছেন শিল্পী অনির্বাণ।

 • Share this:

  #কলকাতা: এই খানেতে সাদা কালোয়, মিলে গেছে আঁধার আলোয়। হিন্দুস্তান পার্কে আঁধার আর আলোর মেলবন্ধন ঘটাচ্ছেন শিল্পী অনির্বাণ। মাইথোলজির নানা অনুসঙ্গের সঙ্গে রেড ইন্ডিয়ান কালচারের মিশেল ঘটছে মণ্ডপে। রংদার পুজোয় সাদা আলো এই ভাবনা দর্শকের চোখের আরাম দেবে।

  না চোখ সয়ে গেলে ঠিক বন্য বলা যাবে না। সাদা কালোর মিশেলে এক আশ্চর্য জগত তৈরি হচ্ছে হিন্দুস্থান পার্কে। মাইথোলজির নানা টোমেমকে ব্যবহার করছেন শিল্পী অনির্বাণ। সাপ পাখির সঙ্গে দেবতার অনুসঙ্গ। এখানেই শেষ নয় রেড ইন্ডিয়ানের আদলে তৈরি হচ্ছে দেবী প্রতিমা।

  শিল্পী অনির্বাণ থিমের নামটাও দিয়েছেন গালভরা। শহরের বিভিন্ন পুজোয় যখন রঙের রোশনাই। তখন কিন্তু হিন্দুস্তান সাদা কালো রঙের ভিতরে দর্শকদের চোখের আরাম হবে।

  সাধারণত রঙ নিয়ে খেলতে ভালবাসেন শিল্পী অনির্বান। বেশিরভাগ মণ্ডপেই থাকে রঙের ওড়াউড়ি। হিন্দুস্তান পার্ক এবার কি তবে রং-হীন ? নাকি সাদা-কালোই রঙ। যার ভেতর থেকে উঁকি মারবে অন্য কোন রঙের উপস্থিতি।

  নাকি সাদা কালোর আলো। এই শিল্পভাবনার মধ্যে দিয়েই অনির্বাণ পৌঁছতে চাইছেন এমন এক বিন্দুতে যেখানে ইতিহাস ও ধর্ম একাকার হয়ে গেছে। যুগে যুগে।

  First published: