#কলকাতা: কেরোসিনের কুপি। যে কুপি দিয়েই সাজছে বাবুবাগান। এখানেই শেষ নয়, দুর্গা দর্শন করতে এসে জগন্নাথ দর্শনের ফিলিংস হবে। গোটা মণ্ডপে তিনটে রথের আয়োজন করেছে উদ্যোক্তারা। থাকবে দশাবতার তাসও।
লুপ্তপ্রায় কুটির শিল্পের সঙ্গে জগন্নাথ দর্শনের অনুসঙ্গ। মেলানো খুবই মুশকিল। কিন্তু এটাই এবারের বাবুবাগান সর্বজনীনের পুজোর থিম। মণ্ডপটি মূলত সাজানো হচ্ছে কেরোসিনের কুপি দিয়ে। আলো ছায়ায় যা অন্য এক পরিবেশ তৈরি করবে। মণ্ডপে এসে দেখা গেল প্রজাপতি লম্প থেকে রকেট কুপি সবকিছুই তৈরি হচ্ছে জোরকদমে।
তবে চমক থাকছে আরও। মূল মণ্ডপেই তৈরি হচ্ছে তিনটে রথ। দুর্গা দর্শনে এসে পাওয়া যাবে জগন্নাথের ফিলিংস। দুর্গার জন্য থাকছে সবচেয়ে বড় রথটি। মণ্ডপ সজ্জায় কুপির সঙ্গে থাকছে দশাবতার রথও।
বরাবরই বাবুবাগান চমক দিতে ভালবাসে। বিভিন্ন লোকশিল্প থেকে জগন্নাথ দর্শনের মধ্যে দিয়ে দর্শককে তাঁরা পৌঁছে দিতে চায় অন্য এক ভূবনে।