#মেরঠ: ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ । একের পর এক ধর্ষণ, শ্লীলতাহানি, খুনের ঘটনার পর এ বার চরম অমানবিকতার পরিচয় দিল উত্তরপ্রদেশ। এক যুবতীর দেহ পড়েছিল খালের মধ্যে । গলার নলি কাটা ছিল ধারাল অস্ত্র দিয়ে৷ রক্তে ভেসে যাচ্ছিল শরীর । স্থানীয়রা তাকে দেখতে পেয়েও উদ্ধারের কোনও চেষ্টা না করে ছবি ও ভিডিও তুলল । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি খালের মধ্যে বছর কুড়ির ও যুবতীকে পড়ে থাকতে দেখা যায় গতকাল, অর্থাৎ সোমবার সন্ধের সময় । কিন্তু আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতীকে দেখার পরেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থাই করেনি স্থানীয়রা । উল্টে তার ছবি ও ভিডিও রেকর্ড করতে থাকে ফোনে । এমনকী তার সাক্ষাৎকার নেওয়ারও চেষ্টা করে কেউ কেউ । অপেক্ষা করে, কখন পুলিশ এসে ওই যুবতীকে নিয়ে হাসপাতালে যাবে ।
কিছুক্ষণ পর পুলিশ এসে ওই যুবতীকে হাসপাতালে নিয়ে যায় । হাসপাতাল সূত্রে খবর, ওই যুবতীর অবস্থা এখন স্থিতিশীল । ওই যুবতীর ভাই-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ । পুলিশের কাছে ওই যুবতী জানিয়েছে, বাড়ির অমতে ভালবাসার পাত্রকে বিয়ে করতে চাওয়ায় তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে গিয়েছে বাড়ির লোকেরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Uttar Pradesh