corona virus btn
corona virus btn
Loading

উদিত নারায়ণের অন্যতম সেরা গানে ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবতী

উদিত নারায়ণের অন্যতম সেরা গানে ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবতী

সুপারহিট গানে নিমেষেই কেঁপেছে ফেসবুক

  • Share this:

ফের সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে ঝড়, সুন্দরীর টিকটক ভিডিওতে কেঁপেছে সোশ্যাল মিডিয়া ৷ উদিত নারায়ণের দুরন্ত গানের সঙ্গে সেই ভিডিও শ্যুট করে রীতিমত চর্চায় এসেছেন ৷ ফের সেই জল্পনায় নব্বইয়ের দশকের আরও এক সুপারহিট গানের সঙ্গে একটি ভিডিও শ্যুট করে যাবতীয় চর্চায় এসেছেন তিনি ৷

ছবির নাম হাম তুমহারে সনম ৷ ছবিতে মুখ্য ভূমিকয় অভিনয় করেছেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত নেনে, সলমন খান, অতুল অগ্নিহোত্রি ও সুমন রঙ্গোনাথন ৷ এই গানটিতে একটি পারফরমেন্সে সলমন খান নেচে পাটিয়েছেন ৷ দর্শকের আসনে রয়েছেন মাধুরী দীক্ষিত নেনে ৷ ছবিটি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় হওয়ায় কম বেশি অনেকেই দেখেছেন ৷

মাধুরী-সলমন অনেক দিনের বন্ধু ৷ পরে মাধুরীর সঙ্গে শাহরুখের বিয়ে হয়, কিছু ভুল বোঝাবুঝি, টানাপোড়েন ও পারিবারিক কাহিনি ইত্যাদি নিয়েই জমজমাট চিত্রনাট্য ও সংলাপে পরিপূর্ণ সুপারহট ছবি ৷ সেই ছবিরই এই গানটিতে ভিডিও শ্যুট করে চর্চায় এসেছেন এই যুবতী ৷ মুহূর্তেই ভিডিও হয়েছে ভাইরাল ৷

First published: November 1, 2019, 1:46 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर