হোম /খবর /দেশ /
খোলা চুলে গোলাপ ফুল, বিয়েবাড়িতে শাড়ি পরা বড় মেয়েদের নাচের ভিডিওতে তুলকালাম

খোলা চুলে গোলাপ ফুল, বিয়েবাড়িতে শাড়ি পরা বড় মেয়েদের নাচের ভিডিওতে তুলকালাম

সব মিলিয়ে আনন্দ এক ধাক্কায় বেড়েছে কয়েগুণ, তুমুল গতিতে ভাইরাল

  • Last Updated :
  • Share this:

বিয়েবাড়ির আনন্দ প্রত্যেকের কাছে এক আলাদা গুরুত্ব বহন করে ৷ বিয়েরবাড়ির পারিপাশ্বিক পরিস্থিতি আনন্দের মাত্রাকে এক ধাক্কায় কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে যদি পরিস্থিতি অত্যন্ত অনুকূল থাকে সেক্ষেত্রে আর কোনও বাধাই বাধা থাকেনা ৷ এমনই এক ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে ৷ বিয়েবাড়ির অনেক দায়দায়িত্ব থাকে ৷

সেই দায়িত্বের সঙ্গে সঙ্গেই বিয়েবাড়িতে মজা করার কথা ভুললে চললবেনা মজা করতে শেখা বা মজা করতে দেখাটাও এক আলাদা ভঙ্গি সৃষ্টি করে ৷ এমনই এক ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে বায়েবাড়ির রাতে সবার সামনে, সবাইকে সাক্ষী রেখে তুমুল নেচেছেন বাড়ির পুরুষ ও মহিলারা ৷ ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে সবাই আনন্দে মেতে উঠেছেন ৷ সবাই মিলে তুমুল আনন্দ করেছেন যেই আনন্দের রেশ বেড়েছে তা দেখলেই বুঝতে পারা যায় ৷

এক ধাক্কায় আনন্দ বেড়েছে বেশ কয়েকগুণ ৷ দেখুন সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Super video, Viral Video