হোম /খবর /দেশ /
করোনায় তামিলনাড়ুতে দ্বিতীয় মৃত্যু, মৃত ৫১ বছরের পৌঢ়

করোনায় তামিলনাড়ুতে দ্বিতীয় মৃত্যু, মৃত ৫১ বছরের পৌঢ়, রাতের ঘুম কেড়েছে নিজামুদ্দিন যোগও !

দেশজুড়ে ক্রমেই বাড়ছে করোনার প্রকোপ

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: শনিবার সকালে তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১ বছরের এক প্রৌঢ় ৷ জানতে পারা গিয়েছে এই মৃত্যুর ঘটনাটি তামিলনাড়ুর ক্ষেত্রে দ্বিতীয় করোনা আক্রান্ততে মৃত্যু ৷ যাঁকে কিছুদিন আগে করোনা পরীক্ষায় পজিটিভ ৷ করোনায় আক্রান্ত হওয়ার পরে ও ব্যক্তিকে ভিল্লুপূরমের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পরে জানতে পারা গিয়েছে করোনায় আক্রান্ত তামিলনাড়ুর মৃত ব্যক্তিও দিল্লির নিজামু্দ্দিনে গিয়েছিলেন ৷

ফলত রাতের ঘুম উড়ে গিয়েছে প্রশাসনের কেননা মৃত ও আক্রান্ত ব্যক্তির সঙ্গে সংস্পর্শে আর কারা কারা এসেছিলেন ? প্রত্যেককে চিহ্নিত করাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷ শুধুই ভারতে নয় করোনায় আক্রান্ত হয়েছে গোটা বিশ্ব বিশ্বের প্রথম সারির দেশগুলি করোনার ছোবলে ধুঁকছে ৷ আমেরিকা, ব্রিটেন, ইতালি, ফ্রান্স কেউ বাদ যায়নি ৷

করোনায় লকডাউন মানা উচিৎ লকডাউনকে কোও ভাবেই হালকা ভাবে নেওয়া উচিৎ নয় ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Coronavirus, COVID-19, Second Corona death, Tamilnadu