Home /News /national /
ছেলের আইবুড়ো নাম ঘোঁচানোর তোড়জোড়, শঙ্খ ও উলুধ্বনিতে হবু বরকে ঘিরে এয়োরা

ছেলের আইবুড়ো নাম ঘোঁচানোর তোড়জোড়, শঙ্খ ও উলুধ্বনিতে হবু বরকে ঘিরে এয়োরা

পূর্ণ হোক জীবন এই মন্ত্রেই জমজমাট বিয়েবাড়ি, সন্ধের আর্ষণ রইল বাকি

  • Last Updated :
  • Share this:

#সোদপুর: চলছে বিয়ের মরশুম ৷ মাঘ ও ফাল্গুন এই দুই মাসে বাঙালি চুটিয়ে বিয়ের উৎসবে মাতে ৷ বিয়ের প্রতিটি ক্ষেত্রেই বাঙালির আলাদা আলাদা করে আকর্ষণ রয়েছে ৷ বিয়ের বিভিন্ন রকমের ঘটনা, আচার-আচরণ রীতিনীতি সব কিছুই জীবনকে সুন্দর করে তোলে ৷ কাওয়া দাওয়া পোশাক ও পরিচ্ছদ এই সমস্ত কিছুই জীবনে এক বড় আনন্দ করে ৷ বিয়ে অর্থাৎ সংস্কৃতির আদান প্রদানের জন্যই মানুষ সাধারণত বিয়ে করে মানুষ ৷ বিয়ে অনেক ধরনের হয়ে থাকে অনেক রকমের হয়ে থাকে ৷ সাধারণত সামাজিক বিয়ের একাধিক নিয়ম থাকে ৷

বিয়ের নানান মুহূর্তের আনন্দ ৷ বিয়ের নানান মুহূর্তের আনন্দ ৷

সকাল থেকেই নিয়ম নিষ্ঠায় মুখরিত হয়ে ওঠে বাড়ি ৷ সকালে অধিবাস থেকে শুরু হয় নিয়ম, তারপরে গায়ে হলুদ, বৃদ্ধি বা নান্দিমুখ, সহ একাধিক নিয়ম বিয়ের বিভিন্ন রীতিনীতিকে বেশ জমকালো করে তোলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই নতুন করে পথ চলার অঙ্গীকার সাধারণত বিয়ের মাধ্যমেই জীবনে ঘুরে ফিরে আসে বারেবারে ৷ তারপরে বর বা কনের একটু একটু করে সেজে ওঠা, ফের আস্তে আস্তে করে বিয়ের লগ্ন এগিয়ে আসে ৷ বিয়ে করতে বেরোয় বর অধীর আগ্রহে বসে থাকেন কনে ৷ তবে বরের বাড়ির সকালের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

বিয়ের নানান মুহূর্তের আনন্দ ৷ বিয়ের নানান মুহূর্তের আনন্দ ৷

যেখানে বরের আইবুড়ো নাম ঘোচানোর তোড়জোড় চলছে এয়ো স্ত্রীরা তাঁকে ঘিরে উলু দিচ্ছেন ৷ একনজরে দেখে নিন সেই ভিডিও আরও একবার ৷

বিয়ের নানান মুহূর্তের আনন্দ ৷ বিয়ের নানান মুহূর্তের আনন্দ ৷ প্রতিটি ছবি পাওয়া গিয়েছে ফেসবুক সৌজন্যে ৷
Published by:Arjun Neogi
First published:

Tags: India, Viral Video