#হিমাচল প্রদেশ: এমন এক ভিডিও যা সোশ্যাল মিডিয়াকে তোলপাড় করেছে ৷ গতকালের এক ভিডিও যা দেখলে শরীর বাজারেও সারা শরীর ঘেমে উঠতে বাধ্য ৷ জঙ্গলের পাশ্ববর্তী এলাকার এক ভিডিও সত্যি প্রাণে শিহরণ এনে দেয় ৷ মানুষের মাঝে চিতাবাঘ ৷ বন্যপ্রাণী আইন অনুযায়ী এই বিরল প্রজাতির চিতাবাঘ ধরা বা মারা নিষিদ্ধ ৷ কিন্তু এই চিতাবাঘের উপস্থিতিতে পরিস্থিতি অত্যন্ত আকর্ষণীয় হয়েছে ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের তীর্থন ভ্যালি বা তীর্থন উপত্যকায় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন মানুষেরা ৷
Not able to read behaviours of this leopard. Behaving strangely. People are not behaving better though. Videos circulating since evening. From HP. pic.twitter.com/5XNNkH4XLH
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 14, 2021
হঠাৎ-ই একটি চিতা রাস্তায় এসে দাঁড়ায় মানুষেরা বুঝতে পারেননি চিতাবাঘটি কী করতে চাইছে? হিমাচল প্রদেশের এই ভিডিও দুর্দান্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ তবে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এমন ঘটনাটি কী করে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে ৷ তদন্ত করেই সমস্ত বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসা যাবে ৷
ভিডিও-তে দেখতে পাওয়া গিয়েছে তবে চিতার সঙ্গে খেলার ভিডিওটি সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে ৷ কেননা ঝড়ের গতিতে ভিউ হয়েছে ভিডিওটি ৷ এক বিশাল সংস্থার মানুষের মধ্যে বিষয়টি নিয়ে নিন্দা করেছেন ৷ মানুষের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে উঠেছে প্রশ্নও ৷