#নয়াদিল্লি: সমস্ত কিছুকেই ছাপিয়ে গিয়েছে করোনা তাণ্ডব ! এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লক্ষ মানুষ ৷ মৃতের সংখ্যা ৩৭,৮৭৮ ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ৷ মৃত্যু মিছিয়ে কাঁপছে ইতালি থেকে স্পেন, আমেরিকা থেকে চিন ক্রমাগতই বাড়ছে মৃতের হার ৷ পৃথিবীর বেশিরভাগ দেশই এখন লকডাউন ৷ দেশ, ধর্ম, বর্ণ, উচ্চ, নীচ ভেদাভেদ না করে করোনার সংক্রমণে ঘায়েল হয়েছেন সারা পৃথিবীর মানুষেরা ৷
আক্রান্তের তালিকায় সব থেকে এগিয়ে আমেরিকা এই মুহূর্তে ১৬৪,৬১০, ইতালি ১০১,৭৩৯, স্পেন ৮৭,৯৫৬, চিন ৮২,২৪০, জার্মানি ৬৭,০৫১, ফ্রান্স ৪৫,১৭০, ইরান ৪১,৪৯৫, যুক্তরাষ্ট্র ২২,৪৬৫, সুইজারল্যান্ড ১১,৮৯৯ বেলজিয়াম, ১১,৮১৭ নেদারল্যান্ড, ১০,৮২৭ তুর্কি ৷
ক্রমশই ধ্বংসাত্মক রূপ নিচ্ছে এই মারণ করোনা ভাইরাস ৷ জীবন যেখানে বিপন্ন সেখানে করোনা বারেবারে জীবনকে অনিশ্চিত করে তুলেছে ৷ এই মুহূর্তে যেহেতু কোনও প্রকারের ওষুধ বাজারে আসেনি তাই ৷ একমাত্র ঘরে থাকা, সুস্থ থাকাটাই ওষুধ ৷কেউ কিন্তু কোনও ভাবেই লকডাউনকে হালকা ভাবে নেবেন না ৷ দয়া করে বাড়িতে থাকুন সবাই ৷ তবেই সুস্থ থাকবে াপনার আত্মীয় পরিজন, সুস্থ থাকবে গোটা দেশ ৷