হোম /খবর /দেশ /
ট্রেন যাত্রায় মহিলাদের নিরাপত্তা দিতেই হবে,সাহায্য করবে বিশেষ অ্যাপ MY SAHELI  

ট্রেন যাত্রায় মহিলাদের নিরাপত্তা দিতেই হবে, সাহায্য করবে বিশেষ অ্যাপ MY SAHELI  

Photo- Collected

Photo- Collected

ব্রডকাস্ট গ্রুপে মহিলার নাম ও ফোন নম্বর গোপন রাখা হবে ৷ গ্রুপের অ্যডমিন হবেন মহিলা আরপিএফ কনস্টেবল ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা : MY SAHELI নিয়ে ঘোষণা হওয়ার  দিন সন্ধ্যা থেকেই দেখা গেল আর পি এফ কর্মীদের বিভিন্ন ট্রেনে মহিলা যাত্রীদের এই প্রকল্প সম্পর্কে অবহিত করতে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে মহিলা আর পি এফ কর্মীদের এই বিষয়ে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছিনতাই। কটূক্তি। হেনস্থা। দূরপাল্লার ট্রেনে যাত্রা করার সময়ে মুশকিলে পড়েন অনেক মহিলা যাত্রী। এবার রেল সফরে সুরক্ষা। মহিলা যাত্রীদের ভরসা দেবে রেলের নতুন এই  ‘MY SAHELI’।

দূরপাল্লার প্রত্যেক ট্রেনের জন্যই MY SAHELI অ্যাপ ৷ মহিলা যাত্রীদের ফোন নম্বর নিয়ে তৈরি হবে ব্রডকাস্ট গ্রুপ ৷ ব্রডকাস্ট গ্রুপে মহিলার নাম ও ফোন নম্বর গোপন রাখা হবে ৷ গ্রুপের অ্যডমিন হবেন মহিলা আরপিএফ কনস্টেবল ৷ ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন মহিলা আরপিএফ কর্মীরা ৷ সফরের শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখা হবে ৷মহিলা যাত্রী সুরক্ষায় বিশেষ নজর রেলের।my saheli নামে একটি বিশেষ নিরাপত্তা মূলক প্রকল্প চালু করল দক্ষিণ পূর্ব রেল। পরীক্ষামূলকভাবে প্রাথমিকভাবে এই প্রকল্প গত 18 সেপ্টেম্বর থেকে চালু করা হয়েছে। মূলত যে সমস্ত মহিলা যাত্রীরা একা এক্সপ্রেস ট্রেন গুলোতে যাবেন তাদের মোবাইল নম্বর নেওয়া থেকে শুরু করে যেখান থেকে উঠবেন এবং যেখানে নামবেন সব সময় তাদের সুরক্ষার ব্যবস্থা দেওয়া হবে। ট্রেনে ওঠার সময় যে সমস্ত মহিলা যাত্রীরা একা যাবেন তাদের নম্বর নিয়ে নেওয়া হবে। তারপর তাদের নিয়ে একটি ব্রডকাস্ট গ্রুপ করা হবে।ট্রেনে যাওয়া কালীন অবস্থায় কোনো রকম সমস্যার সম্মুখীন হলে তৎক্ষণাৎ সেই গ্রুপে এসএমএস করে বা নম্বরের মাধ্যমে যোগাযোগ করে সহযোগিতা চাইতে পারবেন মহিলা যাত্রীরা। প্রত্যেকটি ট্রেনে চার থেকে ছয় জন করে মহিলা নিরাপত্তারক্ষী এদের জন্য কাজ করবে।প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে চালু করা হলো ট্রেন চলাচলে যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন এই ব্যবস্থা জারি থাকবে বলেই জানাচ্ছেন দক্ষিণ-পূর্ব রেলের চিফ সিকিউরিটি কমিশনার।

ABIR GHOSHAL

Published by:Debalina Datta
First published:

Tags: CRPF, Indian Rail