#আহমেদাবাদ: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য সারা দেশজুড়ে সবাই আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি, টর্চ, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ৷ তালিকায় সাধারণ মানুষ থেকে শুরু করে হাই প্রোফাইলেরাও ছিলেন ৷ ছিলেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
এই মুহূর্তে আমাদের দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাই এই সময়ে প্রত্যেককে একসঙ্গে থাকতে বার্তা দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ক্রমেই বাড়ছে করোনার দাপট ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ স্বজন হারানোর যন্ত্রণায় হাহাকার পড়েছে চারিদিকে ৷ কেন্দ্র-রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে ৷ এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী একশো ৩০ কোটি দেশবাসীকে বার্তা দিয়েছিলেন একত্রিত হতে ৫ এপ্রিল রাত ৯ টায় ৯ মিনিটের জন্য আলো বন্ধ করে প্রদীপ থেকে মোবাইলের ফ্ল্যাশলাইট বিশ্বের দরবারে বড়সড় বার্তা দিতেই এক হয়েছে সবাই ৷
পিছিয়ে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাও ৷ ছেলের ডাকে মা করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন হীরাবেন মোদি , জ্বালালেন প্রদীপ সঙ্গে গেল বার্তাও ঘরে ঘরে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Heeraben Modi, Narendra Modi