হোম /খবর /দেশ /
ছেলের ডাকে মায়ের সাড়া, করোনা যুদ্ধে সামিল প্রধানমন্ত্রীর মা

ছেলের ডাকে মায়ের সাড়া, করোনা যুদ্ধে সামিল প্রধানমন্ত্রীর মা, প্রদীপ জ্বেলে দিলেন বার্তা

করোনার বিরুদ্ধে লড়তে একশো তিরিশ কোটি ভারতবাসী আজ এক

  • Last Updated :
  • Share this:

#আহমেদাবাদ: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য সারা দেশজুড়ে সবাই আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি, টর্চ, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ৷ তালিকায় সাধারণ মানুষ থেকে শুরু করে হাই প্রোফাইলেরাও ছিলেন ৷ ছিলেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

এই মুহূর্তে আমাদের দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাই এই সময়ে প্রত্যেককে একসঙ্গে থাকতে বার্তা দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ক্রমেই বাড়ছে করোনার দাপট ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ স্বজন হারানোর যন্ত্রণায় হাহাকার পড়েছে চারিদিকে ৷ কেন্দ্র-রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে ৷ এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী একশো ৩০ কোটি দেশবাসীকে বার্তা দিয়েছিলেন একত্রিত হতে ৫ এপ্রিল রাত ৯ টায় ৯ মিনিটের জন্য আলো বন্ধ করে প্রদীপ থেকে মোবাইলের ফ্ল্যাশলাইট বিশ্বের দরবারে বড়সড় বার্তা দিতেই এক হয়েছে সবাই ৷

পিছিয়ে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাও ৷ ছেলের ডাকে মা করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন হীরাবেন মোদি , জ্বালালেন প্রদীপ সঙ্গে গেল বার্তাও ঘরে ঘরে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Coronavirus, COVID-19, Heeraben Modi, Narendra Modi