• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মায়ের কোল শূন্য আজ, করোনার ছোবলে মৃত ১৪ মাসের শিশু, শোকের ছায়া পরিবারে

মায়ের কোল শূন্য আজ, করোনার ছোবলে মৃত ১৪ মাসের শিশু, শোকের ছায়া পরিবারে

এরই মধ্যে পুরকর্তাদের চিন্তা বাড়িয়ে মুম্বই থেকে নিখোঁজ হয়ে গেলেন ৭০ জন করোনা আক্রান্ত৷ তাঁদের খুঁজে বের করতে পুলিশের সাহায্য চেয়েছে বৃহন মুম্বই পুরসভা কর্তৃপক্ষ৷ মুম্বই পুলিশের তরফেই এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে৷

এরই মধ্যে পুরকর্তাদের চিন্তা বাড়িয়ে মুম্বই থেকে নিখোঁজ হয়ে গেলেন ৭০ জন করোনা আক্রান্ত৷ তাঁদের খুঁজে বের করতে পুলিশের সাহায্য চেয়েছে বৃহন মুম্বই পুরসভা কর্তৃপক্ষ৷ মুম্বই পুলিশের তরফেই এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে৷

রীতিমত চেপে ধরেছে এই মারণ রোগটি

 • Share this:

  #গান্ধিনগর: করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিটি মুহূর্তেই লড়তে হচ্ছে সবাইকে ৷ কখনও, কীভাবে, কাকে এই করোনা ভাইরাস আক্রান্ত করবে কোনও ভাবেই বলা যায়না ৷ সারা বিশ্ব এখন অত্যন্ত সঙ্কটে ৷ কীভাবে করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে এই প্রশ্নের উত্তরে আপাতত সারা বিশ্ব ৷ প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷

  বাড়ছে মৃতও সব থেকে খারাপ বিষয় হল এমন এক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে মাত্র ১৪ বছরের এক শিশুর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ তবে এখানেই শেষ নয় করোনা বিরুদ্ধে লড়ে প্রাণ হারিয়েছে ছোট্ট শিশু ৷ করোনায় আক্রান্ত হয়ে জাম নগরের একটি হাসপাতালে ভর্তি হয়েছে সে ৷ রবিবারই তার শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে ৷

  জানতে পারা গিয়েছে শিশুটির মৃত্যুর কারণ মাল্টি অর্গ্যান ফেলিওর ৷ শেষ পাওয়া খবরে গুজরাতে মোট করোনা আক্রান্ত ১৭৫, মৃত হয়েছেন ১৬ জন ৷

  Published by:Arjun Neogi
  First published: