নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ নিয়ে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে সেনা হাসপাতাল থেকে যাত্রা শুরু করল। অন্তিম সংস্কারের আগে তাঁর মরদেহ যাবে ১০ নং রাজাজি রোডে তাঁর বাসভবনে। এদিন দুপুর আড়াইটের সময় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে কোভিড বিধিনিষেধ মেনে।
২২ দিন টানা লড়াইয়ের পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। বিকেল ৫ টা ৪৬ মিনিট নাগাদ প্রণব পুত্রর ট্যুইট বার্তায় শোকের ছায়া নেমে আসে গোটা দেশে। দলমত নির্বিশেষে সকলে মত দেন, ভারতীয় রাজনীতির এক যুবাবসান তাঁর মৃত্যু। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে দেশে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করে কেন্দ্র ৷
Delhi: The mortal remains of former President #PranabMukherjee being taken to his residence at 10 Rajaji Marg.
He passed away at Army Hospital (R&R), Delhi Cantt yesterday. Seven-day state mourning being observed across India from 31 Aug to 6 Sept, both days inclusive. pic.twitter.com/2USc170kU8 — ANI (@ANI) September 1, 2020
দিল্লির সেনা হাসপাতাল সোমবার সকালেই জানিয়েছিল সেপটিক শক দেখা দিয়েছে প্রণববাবুর শরীরে। ফুসফুসের সংক্রমণের জেরে। অবস্থার অবনতি হতে থাকে। কিডনিতেও ছড়িয়ে পড়ে সংক্রমণ।
নিয়ম অনুযায়ী প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে পালিত হবে সাতদিনের রাষ্ট্রীয় শোক৷ সারা দেশে সমস্ত সরকারি দফতরে ও সরকারিভাবে উত্তোলিত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে৷ এই কয়েকদিন সমস্ত সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল৷ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপনে মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার ৷
গত ৫ অগাস্ট দিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাঁর অবস্থার অবনতি হয়। দু'দিনের মধ্যে কোমায় চলে যান তিনি। ২২ দিন মরিয়া লড়াইয়ের পর তাঁর দেহ সাড়া দেওয়া বন্ধ করে সোমবার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।