#নয়াদিল্লি: আবগারি আইনে পরিবর্তন করল দিল্লি সরকার। সোমবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া ঘোষণা করেছেন, এবার থেকে ২৫ নয়, ২১ বছর বয়সেই আইনত ভাবে লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে মদ কেনা যাবে। বার্ষিক আবগারি রাজস্ব বাড়ানোর জন্যই আবগারি আইনে পরিবর্তন করার ভাবনা দিল্লির আম আদমি পার্টি সরকারের। তবে কবে থেকে এই নিয়ম লাগু করা হচ্ছে, তা এখনও জানা যায়নি।
তবে তার জন্য মদের দাম বাড়েনি এখনই, ন্যূনতম বয়স ২৫ থেকে কমিয়ে ২১ করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে ২১ বছর বয়স হলেই রাজধানীর ছেলে-মেয়েরা লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে অ্যালকোহল জাত পানীয় কিনতে পারবে।
মনীশ শিশোদিয়া জানিয়েছেম, এই অর্থবর্ষে অন্তত ২০ শতাংশ বেশি আবগারি রাজস্ব আশা করছে সরকার। আবগারি দফতরে আরও অন্যান্য সংস্কার করতে চলেছে দিল্লি। নতুন করে মদের দোকান খুলতে দেওয়া হবে না। এমনকী রাজ্যচালিত সব মদের দোকান বন্ধ করে দেওয়া হবে। মদের ব্যবসায় মাফিয়ারাজ বন্ধ করতে বেসরকারি হাতে দোকানের সমবণ্টন করা হবে বলে জানিয়েছেন তিনি।
দিল্লিতে বর্তমানে ৮৫০ রাজ্য অনুমোদিত মদের দোকান রয়েছে। কিন্তু প্রায় ২০০০ বেআইনি দোকান চালায় মাফিয়ারা। নতুন নিয়মে প্রত্যেক দোকান হতে হবে কমপক্ষে ৫০০ বর্গফুট সাইজের। দোকানের দরজা রাস্তার দিকে মুখ করে রাখা যাবে না। দোকান হতে হবে আন্তর্জাতিক মান অনুযায়ী। দোকানের চৌহদ্দির মধ্যে কেউ যাতে মদ্যপান না করে ফেলে তাও দেখতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।