মুখেই বলছে, জঙ্গি দমন করছে না পাকিস্তান: বিদেশমন্ত্রক

বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার

বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার

রবিশকুমার বলেন, '২৭ ফেব্রুয়ারি যা ঘটেছিল, আমরা স্বচ্ছতা বজায় রেখে তা মিডিয়াকে জানিয়েছি৷ একটি MiG 21 গুলি করে নামায় পাকিস্তান৷ কিন্তু পাকিস্তান ভুয়ো খবর ছড়াচ্ছে, যে তারা আমাদের ২টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: সন্ত্রাসের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিচ্ছে না পাকিস্তান৷ মুখেই খালি সন্ত্রাস দমনের কথা বলছে৷ শনিবার প্রতিবেশী দেশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল ভারতের বিদেশ মন্ত্রক৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বলেন, 'জইশ পাকিস্তানেই সক্রিয়৷ পাক বিদেশমন্ত্রীই নিজে সেই কথা বলেছেন৷'

    রবিশকুমার বলেন, '২৭ ফেব্রুয়ারি যা ঘটেছিল, আমরা স্বচ্ছতা বজায় রেখে তা মিডিয়াকে জানিয়েছি৷ একটি MiG 21 গুলি করে নামায় পাকিস্তান৷ কিন্তু পাকিস্তান ভুয়ো খবর ছড়াচ্ছে, যে তারা আমাদের ২টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে৷ যদি ওদের কাছে ভিডিও থাকে, তা হলে প্রমাণ দিক৷ কেন ওরা দেখাচ্ছে না? এফ ১৬ ধ্বংসের প্রমাণ দিয়েছে ভারত৷ ভারতকে নিয়ে পাকিস্তান মিথ্যে কথা বলছে৷'

    এরপরই ওঠে নীরব মোদি প্রসঙ্গ৷ ব্রিটেনে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্চেন নীরব মোদি৷ তা নিয়ে ভিডিও প্রকাশ করেছে লন্ডনের সংবাদপত্র৷ সেই প্রসঙ্গে রবিশ কুমার জানান, নীরব মোদিকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷ তাকে প্রত্যর্পণের আর্জি ব্রিটেনের কাছে জানিয়েছে বিদেশমন্ত্রক৷ ব্রিটেন এখনও কিছু নেই৷

    First published:

    Tags: Foreign Ministry, India Pakistan Tension, Raveesh Kumar