#নয়াদিল্লি: দিল্লি-সহ উত্তর ও মধ্যে ভারতের বেশ কিছু এলাকায় সোমবার এই মরশুমের রেকর্ড তাপমাত্রা ছিল ৷ সকাল থেকে গরমে নাজেহাল সাধারণ মানুষ ৷ এই সমস্ত এলাকায় এ দিন তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছাকাছি ছিল ৷
মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে আগামী দু’দিন হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে আবহাওয়া একই রকম থাকবে ৷ আবহাওয়ায় কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে ৷ লু বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে ৷ উত্তর-পশ্চিম দিক দিয়ে বইতে পারে শুষ্ক হাওয়া আর সে কারণেই আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য করা যাবে । কোন দিন কোন কোন রাজ্যে তাপপ্রবাহ বইবে তা ছবির মাধ্যমে ট্যুইট করে জানিয়েছে মৌসম ভবন ।
Due to prevailing dry northwesterly winds over plains of northwest India, Central India & adjoining interior parts of eastern India, present heat wave conditions very likely to continue to prevails mainly during next 2 days. Color Coded warning Attached.#heatwave pic.twitter.com/CPE1lS5WUa
— IMD Weather (@IMDWeather) May 26, 2020
রাজধানীতে সোমবার নিয়ে লাগাতার তিনদিন তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রির কাছাকাছি ছিল ৷ গরম ও লু এর কারণে পরিযায়ী শ্রমিকরা যাঁরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁদের আরও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ৷
তবে ২৮ মে পর আবহাওয়া পরিবর্তন হতে পারে ৷ ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের জন্য হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর পাশাপাশি ২৯ মে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ধুলো ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এরপর দিল্লি ও আশপাশের এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে নামতে পারে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heat Wave, High Temparature, New Delhi, Summer, Weather