#নাগপুর: বিশ্বের সবচেয়ে সুখী ভারতে বসবাসকারী মুসলিমরাই৷ তার কারণ, হিন্দু সংস্কৃতি৷ এমনই দাবি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (RSS) প্রধান মোহন ভাগবতের৷ তাঁর বক্তব্য, হিন্দুত্ব কোনও ধর্ম, ভাষা বা দেশের নাম নয়৷ এটি তাঁদের সংস্কৃতি, যাঁরা ভারতে বাস করেন৷
আরএসএস প্রধানের কথায়, 'যখন ইহুদিরা ঘুরে বেড়াচ্ছিল, তখন ভারতই একমাত্র দেশ, তাদের শেল্টার দিয়েছিল৷ পারসিরা তাঁদের ধর্মীয় আচার স্বাধীন ভাবে পালন করতে পারেন একমাত্র ভারতেই৷ ভারতের মুসলিমরা পৃথিবীতে সবচেয়ে সুখী৷ কেন? কারণ, আমরা হিন্দু৷ অনেক ভারতীয়, নিজেদের হিন্দু পরিচয় দিতে লজ্জা পান৷ কিছু এমন মানুষ আছেন, যাঁরা গর্বের সঙ্গে নিজেদের হিন্দু বলেন৷ আসলে কিছু মানুষ নিজেদের হিন্দু পরিচয় লুকনোর চেষ্টা করেন, স্বার্থ সিদ্ধির জন্য৷'
সঙ্ঘ প্রধানের দাবি, আরএসএ কাউকে ঘৃণা করে না৷ তাঁর কথায়, 'যারা ভারতে জন্মগ্রহণ করেছেন, যারা দেশের জন্য কাজ করছেন, হাতেহাত মিলিয়ে শান্তি স্থাপনের চেষ্টায় রত, সব বৈচিত্রকে সম্মান ও স্বাগত জানান, সেই সব ভারতীয়ই হিন্দু৷' একই সঙ্গে দেশে গণপিটুনির মতো কোনও ঘটনা কখনও ঘটেইনি বলেও দাবি করেন তিনি৷ বলেন, 'ভারতে এরকম কোনও দিনই হয়নি৷ লিঞ্চিং শব্দটির উত্সটা দেখতে হবে৷ অন্য ধর্মে একসময় এই রকম ঘটনা ঘটত৷'
আরও ভিডিও: শিলিগুড়িতে আরএসএস-এর যোগ ব্যায়াম শিবিরে বিজেপি রাজ্য সভাপতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mohan Bhagwat, RSS chief