হোম /খবর /দেশ /
হিন্দু সংস্কৃতির জন্যই ভারতে মুসলিমরা বিশ্বের সবচেয়ে সুখী, দাবি RSS প্রধানের

হিন্দু সংস্কৃতির জন্যই ভারতে মুসলিমরা বিশ্বের সবচেয়ে সুখী, দাবি RSS প্রধানের

RSS প্রধান মোহন ভাগবত্‍

RSS প্রধান মোহন ভাগবত্‍

তাঁর বক্তব্য, হিন্দুত্ব কোনও ধর্ম, ভাষা বা দেশের নাম নয়৷ এটি তাঁদের সংস্কৃতি, যাঁরা ভারতে বাস করেন৷

  • Last Updated :
  • Share this:

    #নাগপুর: বিশ্বের সবচেয়ে সুখী ভারতে বসবাসকারী মুসলিমরাই৷ তার কারণ, হিন্দু সংস্কৃতি৷ এমনই দাবি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (RSS) প্রধান মোহন ভাগবতের৷ তাঁর বক্তব্য, হিন্দুত্ব কোনও ধর্ম, ভাষা বা দেশের নাম নয়৷ এটি তাঁদের সংস্কৃতি, যাঁরা ভারতে বাস করেন৷

    আরএসএস প্রধানের কথায়, 'যখন ইহুদিরা ঘুরে বেড়াচ্ছিল, তখন ভারতই একমাত্র দেশ, তাদের শেল্টার দিয়েছিল৷ পারসিরা তাঁদের ধর্মীয় আচার স্বাধীন ভাবে পালন করতে পারেন একমাত্র ভারতেই৷ ভারতের মুসলিমরা পৃথিবীতে সবচেয়ে সুখী৷ কেন? কারণ, আমরা হিন্দু৷ অনেক ভারতীয়, নিজেদের হিন্দু পরিচয় দিতে লজ্জা পান৷ কিছু এমন মানুষ আছেন, যাঁরা গর্বের সঙ্গে নিজেদের হিন্দু বলেন৷ আসলে কিছু মানুষ নিজেদের হিন্দু পরিচয় লুকনোর চেষ্টা করেন, স্বার্থ সিদ্ধির জন্য৷'

    সঙ্ঘ প্রধানের দাবি, আরএসএ কাউকে ঘৃণা করে না৷ তাঁর কথায়, 'যারা ভারতে জন্মগ্রহণ করেছেন, যারা দেশের জন্য কাজ করছেন, হাতেহাত মিলিয়ে শান্তি স্থাপনের চেষ্টায় রত, সব বৈচিত্রকে সম্মান ও স্বাগত জানান, সেই সব ভারতীয়ই হিন্দু৷' একই সঙ্গে দেশে গণপিটুনির মতো কোনও ঘটনা কখনও ঘটেইনি বলেও দাবি করেন তিনি৷ বলেন, 'ভারতে এরকম কোনও দিনই হয়নি৷ লিঞ্চিং শব্দটির উত্‍সটা দেখতে হবে৷ অন্য ধর্মে একসময় এই রকম ঘটনা ঘটত৷'

    আরও ভিডিও: শিলিগুড়িতে আরএসএস-এর যোগ ব্যায়াম শিবিরে বিজেপি রাজ্য সভাপতি

    First published:

    Tags: Mohan Bhagwat, RSS chief