corona virus btn
corona virus btn
Loading

ছন্দময় সোশ্যাল মিডিয়ায়, ঢোল-তাশা বাজিয়ে বাজিমাত সুন্দরীর, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল

ছন্দময় সোশ্যাল মিডিয়ায়, ঢোল-তাশা বাজিয়ে বাজিমাত সুন্দরীর, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল

বদলে দিয়েছে জীবনের ভাষা

  • Share this:

#পঞ্জাব: তাল-ছন্দের জীবনে সব কিছুই ছন্দময় জীবনের নানান অভিজ্ঞতার সঙ্গে ছন্দের এক বিশেষ অনুভূতি রয়েছে ৷ উৎসব হোক বা এমনি সময়, নানান বিষয়ের প্রতি বাড়তি আকর্ষণই সবাইকে দক্ষ করে তোলে ৷ দিনের পর দিন সেই আনন্দের মাত্রা বাড়ে জীবনে বেশি পরিমাণে আনন্দ করাই যখন মূল্য তখন জীবন আনন্দময় হয়ে ওঠে ৷

উৎসবের মরশুম ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ঢোল বা তারাশার এক আলাদা গুরুত্ব রয়েছে ৷ একঘেয়ে জীবনের গতিপথ থেকে একটু আলাদা একটু নিজের মত করে চলার নামই জীবন ৷ একটু আনন্দের সঙ্গে অনেকটা জীবনকে উপভোগের মধ্যে দিয়েই জন্ম নেয় নতুনত্ব ৷ পুরনোকে তার জায়গা ছেড়ে দিতে হয়, তার জায়গায় আসে নতুন ৷

পুরনো ভাবনা চিন্তার সঙ্গেও তাকা যায়না বা বাঁচা যায়না কখনও-ই ৷ সময়ের সঙ্গে সঙ্গে চলতে গেলে বদলাতে হয় সব কিছু ৷ নারীরাো আর কোনও ভাবেই পিছিয়ে নেই ৷ তাঁরাও পুরুষের সঙ্গে তালে তাল মিলিয়ে জীবনে এগিয়ে যাচ্ছেন ৷ এই ভিডিওটি দেখা গিয়েছে পঞ্জাবের বেশ কিছু মেয়েরা আনন্দের সঙ্গে ঢোল ও তাশা বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ৷ রইল সেই একান্ত ভাললাগার ভিডিও ৷

First published: October 19, 2019, 1:53 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर