corona virus btn
corona virus btn
Loading

ভাইরাল হওয়া ভিডিওর বাচ্চাটি আসলে এক জনপ্রিয় গায়কের ভাগ্নি !

ভাইরাল হওয়া ভিডিওর বাচ্চাটি আসলে এক জনপ্রিয় গায়কের ভাগ্নি !

বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধাওয়ান ! ট্যুইটারে ভিডিও আপলোড করে প্রতিবাদ করেছিলেন শিশুর ওপর অত্যাচারের ৷

  • Share this:

#মুম্বই: বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধাওয়ান ! ট্যুইটারে ভিডিও আপলোড করে প্রতিবাদ করেছিলেন শিশুর ওপর অত্যাচারের ৷ সম্প্রতি এক ইংরেজি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, এই শিশুটি আসলে জনপ্রিয় এক গায়ক তোসি সাবরি ও সঙ্গীত পরিচালক শারবি সাবরি-র ভাগ্নি৷

শিশুটির নাম হায়া ৷ বয়স ৩ ৷ আর ভিডিওতে প্রকাশ পাওয়া মহিলা কন্ঠটি আর কারও নয়, তাঁর মায়ের৷ আর এই ছোট্ট হায়াই মাকে বার বার বলেছিল ‘মরো না প্লিজ, ভালোবেসে পড়াও ! ’

মারলেই কী সমাধান ? গায়ে হাত দিলেই কী সুস্থ-স্বাভাবিক ভবিষ্যত পাবে শিশু ? শনিবার থেকে গোটা সোশ্যাল সাইটে উঠেছে এমনই প্রশ্ন ৷ আর সৌজন্যে ভাইরাল হওয়া এক শিশুর ভিডিও ৷

খুবই ছোটো ৷ বয়স ৪ বা ৫ ৷ এরই মাঝে হাতের সামনে খোপকাটা অঙ্ক খাতা ৷ হাতে পেনসিল ৷ চোখে মুখে ভয়, চোখে জল ছল ছল ৷ ইংরেজিতে ১ ২ ৩ ৪ শিখছে সে ৷ কচি মাথা, সময় তো লাগবেই ! কিন্তু শিক্ষিকার সেই ধৈর্য্য নেই ৷ দ্রুতই শেখাতে হবে অঙ্কের সব কিছু৷ তাই তো, একটু ভুল করলেই গায়ে হাতে, গালে চড় !

বেচারা শিশু তো বলেই ফেলল, আমাকে মেরো না প্লিজ, একটু ভালোবেসে পড়াও ! কিন্তু বাচ্চা যা বলছে, তাতে কী আসে যায় ! মারে পর মার ৷ মানসিক চাপ ! কিন্তু অভিভাবক বা গৃহশিক্ষকরা কী ভেবে দেখেছেন? এটাই কী শিশুদের দেওয়া সুস্থ পরিবেশ ? উত্তর অধরা৷ তাই তো সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল ভিডিও ৷

এমনকী, এই ভিডিও টুইট করে অভিভাবকদের আচরণের দিকে আঙুল তুলেছেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান ! শিখর লিখেছেন, ‘‘এত অসহ্য ভিডিও আগে দেখিনি। বাবা-মা হওয়াটা বিরাট দায়িত্ব। বাচ্চারা যা হতে চায়, সে ভাবেই তাদের গড়ে তুলব আমরা।

First published: August 22, 2017, 8:49 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर