#রিভা: মধ্যপ্রদেশের রিভা -র সিটি কোতয়ালি-র অন্তর্গত উপরহাটি এলাকা সে কী কাণ্ড ,সে কী কাণ্ড৷ সেখানে একটি পাকা বাড়িতে ঢুকে পড়ে একটি বদল৷ আর শুধু তাই নয় তিন তলা অবধি একেবারে সিঁড়ি দিয়ে উঠে যায় সে৷ এরপরে সে সেখান থেকে সরাসরি বেডরুমে ঢুকে বিছানার ওপর উঠে যায়৷ সেখানেই খোশমেজাজে বিন্দাস আরাম করতে দেখা যায়৷ কিন্তু যাঁদের বাড়ি তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন৷ এলাকার মানুষদের সাহায্যের জন্য ডাকতে থাকেন৷ স্থানীয় মানুষরা সাহায্যের জন্য এগিয়ে আসেন৷ ঘণ্টা খানেকের প্রবল চেষ্টার পর বলদ রাজা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামে৷ এরমধ্যের সময় অবিরাম চেষ্টা চলে তাকে বাইরে বার করে দেওয়ার জন্য৷ আর কিছু মানুষ মজার এই ঘটনার ভিডিওয় বানিয়ে নেন৷ আর এই ভিডিও সামনে আসার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল৷
রিভা -র উপরহাটি এলাকায় এদিন একেবারে হাড়ে হাড়ে ভয় ঢুকে যায়৷ বাড়িটা ফাঁকা থাকায় সিঁড়ি বেয়ে বিনা বাধায় একেবারে তিনতলা অবধি উঠে গিয়েছিল গরুটি৷ সে বেশ ভালোই মস্তি সহকারে আরাম করছিল যাদের বাড়ি তাদের বিছানায়৷ ঘরের ভেতর বলদ দেখে আর ভয় না পাওয়া ছাড়া কোনও উপায় ছিল না৷ এলাকায় বিস্তর দৌড়োদৌড়ি শুরু হয়ে যায়৷ চিৎকার চেঁচামিচিতে মুহূর্তেই জড়ো হয়ে যায় বহু লোক৷ দীর্ঘক্ষণ ধরে নানারকমের চেষ্টার পর প্রায় ঘণ্টাখানেক বাদে সেই গরুটি বার হয়৷
দেখে নিন সেই Viral Video
আসলে যার বাড়ি তারা দুপুরে খাওয়াদাওয়া করে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে চলে গিয়েছিলেন৷ তখন বাড়ির দরজা খোলা থাকার সুযোগ নিয়ে সটান ঘরে ঢুকে পড়ে বলদ রাজা৷ বাড়ির বাসিন্দা যখন কিছুক্ষণ বাদে বাড়ি ফেরে তিনতলার ঘরে বিছানার ওপর বলদ আছে দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায়৷ কীভাবে এই বলদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে এই বুঝতে না পেরে এলাকাবাসীকে চিৎকার করে জড়ো করে৷ এরপর ৪ ঘণ্টার যুদ্ধ চলে৷
গোটা বাড়িতে গোবরে ভরে যায়৷ বলদটিকে কলার লোভ দেখিয়ে অনেক চেষ্টার পর কোনওক্রমে তিন তলা থেকে নামিয়ে আনা হয়৷ এই ঘটনার ভিডিও রচনা খান্ডেলওয়াল নিজের মোবাইলে ফোনে বন্দী করেন৷ তারপর তা সোশ্যালমিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhya Pradesh, Viral Video