হোম /খবর /দেশ /
'ভারতীয় সংস্কৃতির নতুন যুগের সূচনা,' রাম মন্দির ভূমিপুজোর পরে ট্যুইট অমিত শাহের

'ভারতীয় সংস্কৃতির নতুন যুগের সূচনা,' রাম মন্দির ভূমিপুজোর পরে একাধিক ট্যুইট অমিত শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যেখানে যাবেন, আগে থেকে সেখানে রেইকি করবে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় এজেন্সিগুলি৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরেও নজর রাখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যেখানে যাবেন, আগে থেকে সেখানে রেইকি করবে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় এজেন্সিগুলি৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরেও নজর রাখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷

মোদির হাতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকে এক নতুন যুগের সূচনা বলে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

  • Last Updated :
  • Share this:

#গুরুগ্রাম: অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকে এক নতুন যুগের সূচনা বলে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

করোনা আক্রান্ত হয়ে গুরুগ্রামে হাসপাতালে চিকিত্‍সাধীন অমিত শাহ৷ তাই অযোধ্যায় ভূমিপুজোতে তিনি যেতে পারেননি৷ তবে হাসপাতালের বিছানাতেই টিভিতে দেখেছেন অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো৷

অমিত শাহ ট্যুইটারে লিখেছেন, 'আজ ভারতের জন্য এক ঐতিহাসিক দিন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমি পুজো করলেন এবং মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন৷ ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার এক নতুন যুগের সূচনা হল৷' মোদির যোগ্য নেতৃত্বের জন্যই রাম মন্দির নির্মাণ সম্ভব হচ্ছে৷

ট্যুইটারে অমিত শাহ লেখেন, 'ভারতের সভ্যতা ও মূল্যবোধকে সব সময় রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ মোদি সরকার৷ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হল, তামাম বিশ্বের হিন্দুদের বিশ্বাসের প্রতীক৷'

আরও একটি ট্যুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, 'ভারতের আত্মার সঙ্গে জড়িত ভগবান রামের চিন্তা ও দর্শন৷ রাম মন্দির গড়ার সঙ্গে ওই পবিত্র ভূমি ফের জেগে উঠবে বিশ্বে৷' তিনি জানান, রাম মন্দির হল, রাম ভক্তদের কয়েক শতকের বলিদান, পরিশ্রমের ফল৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Amit Shah, Ram Mandir