• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • কাশ্মীরে জঙ্গি হামলা, সিআরপিএফ-এর বন্দুক কেড়ে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের!

কাশ্মীরে জঙ্গি হামলা, সিআরপিএফ-এর বন্দুক কেড়ে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের!

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

এক সিআরপিএফ জওয়ানের বন্দুক কেড়ে নিয়ে তাঁকেই গুলি করে ওই জঙ্গিরা। তারপর তারা ওই এলাকা ছেড়ে পালায়।

 • Share this:

  #শ্রীনগর: ফের জঙ্গিহামলা জম্মু কাশ্মীরে। বৃহস্পতিবার সকালে মধ্য কাশ্মীরের বুদগাও জেলার কেইসারমু্ল্লা অঞ্চলে হামলা চালাল জঙ্গিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই জঙ্গিদের ধরতে গোটা এলাকা ঘিরে রেখেছে যৌথবাহিনী।

  বৃহস্পতিবার সকালে অতর্কিতে কেইসারমুল্লা এলাকায় প্রহরারত সিআরপিএফ বাহিনীর উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। সূত্রের খবর, তারা এক সিআরপিএফ জওয়ানের বন্দুক কেড়ে নিয়ে তাঁকেই গুলি করে। তারপর তারা ওই এলাকা ছেড়ে পালায়।

  ঘটনায় হতচকিত সিআরপিএফ বাহিনী তড়িঘড়ি আহত অবস্থায় ওই জওয়ানকে ৯২ নং বেস হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। একটি সূত্রের খবর হাসপাতালেই ওই জওয়ানের মৃত্যু হয়েছে। যদিও সেনার তরফে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

  পাশাপাশি খোঁজ শুরু হয়েছে ওই জঙ্গিদের। তল্লাশি চলছে প্রতিটি বাড়িতে।

  (এই খবরটি সবে দেওয়া হয়েছে। বিস্তারিত আপডেট আসছে কিছুক্ষণে।)

  Published by:Arka Deb
  First published: