#শ্রীনগর: ফের সন্ত্রাস উপত্যকায়। একেবারে প্রকাশ্য দিবালোকে শ্রীনগরের বাঘাত বারজুল্লায় এক জঙ্গি এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই দুই পুলিশকর্মী লুটিয়ে পড়েন মাটিতে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।
দেখা যাচ্ছে ব্যস্ত জনবহুল রাস্তায় এক জঙ্গি হাঁটতে হাঁটকে হঠাৎই বন্দুক বের করে গুলি চালাতে থাকে পুলিশকর্মীদের লক্ষ্য করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সেই দুই পুলিশ কর্মী। দুই পুলিশকর্মী মহম্মদ ইউসুফ ও সোহেল আহমেদ শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। গুলি করেই এলাকা ছেড়ে চম্পট দিতে দেখা যায় সেই জঙ্গিকে।
#WATCH Terrorist opens fire in Baghat Barzulla of Srinagar district in Kashmir today
( CCTV footage from police sources) pic.twitter.com/FXYCvQkyAb — ANI (@ANI) February 19, 2021
এই ঘটনায় ফের উপত্যকার নিরাপত্তা প্রশ্নের মুখে। কাশ্মীর জুড়ে সেনা বাহিনীর কড়া নিরাপত্তা থেকেও কী ভাবে প্রকাশ্য দিবালোকে এক জঙ্গি ঢুকে এমন নাশকতা ছড়ালো তা নিয়ে প্রশ্ন উঠছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kashmir