• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • শ্রেয়া ঘোষালের সুপারহিট গানে জমাটি নাচ যুবতীর, তুমুল গতিতে ভিডিও ভাইরাল

শ্রেয়া ঘোষালের সুপারহিট গানে জমাটি নাচ যুবতীর, তুমুল গতিতে ভিডিও ভাইরাল

 • Share this:

  #কলকাতা: ছবির নাম জব উই মেট শাহিদ কাপুর ও করিনা কাপুর খানের উপরে দৃশ্যত গানটি ৷ শ্রেয়া ঘোষালের গানে এক দুর্দান্ত পরিবেশের উপরে গানটি দৃশ্যত হয়েছিল ৷ তবে কম বেশি এই গানটি সব ধরনের দর্শকের মন কেড়েছে ৷ নতুন করে জীবনের উদ্দীপনা পাওয়া যায় ৷ হেরে যাওয়া জীবনের এক প্রান্ত থেকে থেকে ফের ঘুরে দাঁড়ানো যায় ৷

  কিশোর প্রেমের গল্প যব উই মেট ৷ এছাড়াও বিভিন্ন ধরনের ঘটনা বিশেষত যুব সম্প্রদায়ের সামনে এক অন্য ভাললাগার পরিবেশের সৃষ্টি করেছে ৷ সেই গানটি ফের একবার দেখার সুযোগ হয়েছে এক যুবতী নিজের মত করে গানটিতে নেচে মাত করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ তিনি টালিগঞ্জের অভিনেত্রী এই গানের মূল লক্ষ্যনীয় বিষয়টি হল ৷ শ্রী ঘোষ বেশ উপভোগ করেছেন গানটিতে নাচার ক্ষেত্রে ৷

  এই নিয়েই এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে ৷ মন প্রাণ দিয়ে নেচেছেন তিনি এটিই সব থেকে বড় কথা ৷

  First published: