হোম /খবর /দেশ /
সন্ত্রাসবাদে ৩১ বছর বন্ধ থাকা শ্রীনগরের মন্দির খুলল স্থানীয় মুসলিমদের সাহায্যে

সন্ত্রাসবাদে ৩১ বছর বন্ধ থাকা শ্রীনগরের মন্দির খুলল স্থানীয় মুসলিমদের সাহায্যে

Temple in Srinagar closed due to militancy reopens after 31 years on Panchami

Temple in Srinagar closed due to militancy reopens after 31 years on Panchami

সন্ত্রাসবাদের থাবায় হিন্দুদের চলে যাওয়ায় ৩১ বছর বন্ধ ছিল শ্রীনগরের হাব্বা কাদাল অঞ্চলের শীতল নাথ মন্দির৷ মঙ্গলবার অর্থাৎ গতকাল বসন্ত পঞ্চমীর পুণ্য তিথিত ফের ভক্তদের জন্য খুলে গেল এই মন্দিরের দরজা৷

  • Last Updated :
  • Share this:
#শ্রীনগর: সন্ত্রাসবাদের থাবায় হিন্দুদের চলে যাওয়ায় ৩১ বছর বন্ধ ছিল শ্রীনগরের হাব্বা কাদাল অঞ্চলের শীতল নাথ মন্দির৷ মঙ্গলবার অর্থাৎ গতকাল বসন্ত পঞ্চমীর পুণ্য তিথিত ফের ভক্তদের জন্য খুলে গেল এই মন্দিরের দরজা৷ সাহায্যের হাত বাড়ালেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ৷ এমনটাই রিপোর্ট সংবাদ সংস্থা এএনআই-এর৷

সন্তোষ রাজাদান নামের এক ভক্ত পুজো দিতে এসে জানান যে, মন্দির খোলার নেপথ্যে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ছিল বিরাট সমর্থন৷ তিনি বলেন, "৩১ বছর পর শীতল নাথ মন্দির খুলল৷ মানুষ এখানে আগে পুজো দিতে আসতেন৷ কিন্তু সন্ত্রাসবাদের জন্য হিন্দুরা এলাকা ত্যাগ করেন৷ তারপরেই বন্ধ হয় যায় মন্দির৷ মূলত স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষই আমাদের সাহায্য করেছেন৷" পুজোর অন্যতম আয়োজক রবিন্দর রাজদান বলেন, "আজ স্থানীয় মুসলিমরাই আমাদের পুজোর আয়োজনে সাহায্য করেছেন৷ তাঁরাই পুজোর সামগ্রী এনেছেন ও মন্দির পরিষ্কার করেছেন৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Srinagar