Jammu and Kashmir: Shital Nath temple in Habba Kadal area of Srinagar reopened after 31 years on the occasion of Basant Panchami yesterday. "The temple was closed due to militancy and outmigration of Hindus. Today, we decided to offer puja here," a devote said. pic.twitter.com/iLkdtRC3Qh
— ANI (@ANI) February 16, 2021
"Local Muslims also helped us organise this puja here today. They brought puja items and helped us clean the temple," says Ravinder Razdan, one of the organisers of the puja at Shital Nath temple in Srinagar. (16.02) pic.twitter.com/aiwgIXdYpK
— ANI (@ANI) February 16, 2021
সন্তোষ রাজাদান নামের এক ভক্ত পুজো দিতে এসে জানান যে, মন্দির খোলার নেপথ্যে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ছিল বিরাট সমর্থন৷ তিনি বলেন, "৩১ বছর পর শীতল নাথ মন্দির খুলল৷ মানুষ এখানে আগে পুজো দিতে আসতেন৷ কিন্তু সন্ত্রাসবাদের জন্য হিন্দুরা এলাকা ত্যাগ করেন৷ তারপরেই বন্ধ হয় যায় মন্দির৷ মূলত স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষই আমাদের সাহায্য করেছেন৷" পুজোর অন্যতম আয়োজক রবিন্দর রাজদান বলেন, "আজ স্থানীয় মুসলিমরাই আমাদের পুজোর আয়োজনে সাহায্য করেছেন৷ তাঁরাই পুজোর সামগ্রী এনেছেন ও মন্দির পরিষ্কার করেছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srinagar