Home /News /national /
মোমবাতির বদলে হাতে মশাল, দলবল নিয়ে চাইনিজ ভাইরাস তাড়াতে নামলেন বিজেপি বিধায়ক

মোমবাতির বদলে হাতে মশাল, দলবল নিয়ে চাইনিজ ভাইরাস তাড়াতে নামলেন বিজেপি বিধায়ক

মিছিলে বিজেপি বিধায়ক রাজা সিং৷ PHOTO- TWITTER

মিছিলে বিজেপি বিধায়ক রাজা সিং৷ PHOTO- TWITTER

প্রধানমন্ত্রী নিজেই ঘরে থেকে মোমবাতি, প্রদীপ জ্বালানোর আবেদন রেখেছিলেন৷ অনেকেই তাতে কর্ণপাত করেননি৷ বাদ যাননি এই বিজেপি বিধায়কও৷

 • Share this:

  #হায়দ্রাবাদ: প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে করোনা তাড়াতে 'গো করোনা গো' বলে দেশজুড়ে হাসির রোল তুলেছিলেন৷ এবার প্রধানমন্ত্রীর মোমবাতি জ্বালানোর আবেদনে সাড়া দিতে গিয়ে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করেই অনুগামীদের নিয়ে রাস্তায় নেমে এলেন তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক৷ রাজা সিং নামে ওই বিধায়ক রাস্তায় নেমে বললেন, 'চিনা ভাইরাস ফেরত যাও!'

  জনতা কারফিউয়ের মতোই মানুষ যে বিধিনিষেধ উপেক্ষা করেই পথে নামতে পারেন, সেই আশঙ্কায় প্রধানমন্ত্রী নিজেই ঘরে থেকে মোমবাতি, প্রদীপ জ্বালানোর আবেদন রেখেছিলেন৷ অনেকেই তাতে কর্ণপাত করেননি৷ বাদ যাননি এই বিজেপি বিধায়কও৷

  অতি উৎসাহী এই বিজেপি বিধায়ক হাতে মশাল নিয়ে নিজেদের অনুগামীদের সঙ্গে নিয়ে মিছিল বের করেন তিনি৷ হাতে মশাল নিয়ে মিছিল থেকে স্লোগান ওঠে, 'গো ব্যাক গো ব্যাক, চাইনিজ ভাইরাস গো ব্যাক৷'

  গোশমহলের বিজেপি বিধায়কের সঙ্গে তাঁর অন্তত বারোজন সমর্থক ছিলেন৷ মিছিলের ছবি নিজেই টুইটারে পোস্ট করেন ওই বিজেপি বিধায়ক৷ তাতে আবার দেখা যাচ্ছে, হাতে গ্লাভস থাকলেও রাজা সিংয়ের মাস্ক প্রায় খুলে পড়েছে৷ সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধিনিষেধ উড়িয়ে গাদাগাদি করেই অনুগামীদের সঙ্গে মিছিল করছেন তিনি৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  পরবর্তী খবর