Home /News /national /
অফিসে বসেই TikTok ভিডিও পোস্ট, বদলির পাশাপাশি ১১ কর্মীর বেতন কমানোর নির্দেশ সরকারের

অফিসে বসেই TikTok ভিডিও পোস্ট, বদলির পাশাপাশি ১১ কর্মীর বেতন কমানোর নির্দেশ সরকারের

 • Share this:

  #হায়দরাবাদ: টিকটক এখন নেটিজেনদের কাছে নেশার মতো ৷ বাড়িতে, কলেজ, অফিসে রাস্তায় যে যেখানে মনে করছে টিকটক ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ৷ এই অ্যাপ এখন প্রায় নেশায় পরিণত হয়েছে ৷ কিন্তু এই অ্যাপই শেষপর্যন্ত বিপর্যয় ডেকে আনল তেলেঙ্গনার কয়েকজন সরকারি কর্মীদের জন্য ৷ অফিসে বসে টিকটকে ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার শাস্তি পেলেন তাঁরা ৷ মোট ১১ জন কর্মীকে বদলি করার পাশাপাশি বেতন কমানোর নির্দেশ দিল তেলেঙ্গনা সরকার ৷

  টিকটকে ভিডিও বানিয়ে তা পোস্ট করা এখন আর নতুন ঘটনা নয় ৷ কিন্তু অফিসে কাজের সময় টিকটক ভিডিও বানানোটা কতটা যুক্তিসঙ্গত তা নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ যদিও অনেক আবার বিষয়টাকে স্রেফ মজা বলে উড়িয়ে দিয়েছেন ৷ টিকটক নিয়ে অনেকেই নিন্দায় সরব হয়েছেন ৷ অনেকের মতে অফিসের বাকিরা যখন কাজে ব্যস্ত, তখন একদল কর্মচারির এমন কাজ মোটেই শোভা পায় না ৷

  First published:

  Tags: Telangana, TikTok Video

  পরবর্তী খবর