#হায়দরাবাদ: শিরোনাম পড়ে নিশ্চয়ই চমকে উঠছেন ! ভাবছেন এ আবার কেমন চাল, যা গরম জলে ভিজিয়ে নিলেই ভাত ! ম্যাজিক নাকি? হ্যাঁ, ম্যাজিকই বটে ৷ আর তাই তো এই চালের নাম ম্যাজিক রাইস ৷
আসুন ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷ তেলেঙ্গনার করিমনগরের বাসিন্দা এবং পেশায় কৃষক ইলানথাকুন্তা মণ্ডল ৷ চাষ-বাসের প্রতি তাঁর প্রথম থেকেই মন ৷ তবে শুধুই যে চাষবাস করে ক্ষান্ত দেন, তা একেবারেই নয় ৷ বরং কীভাবে চাষবাসকে আরও উন্নত করা যায়, তা নিয়ে বিস্তর পড়াশুনো তাঁর ৷ আর সেই নেশা থেকেই দেশের নানা কোণায় নানা প্রজাতির চালের খোঁজে বেড়িয়ে পড়েন তিনি ৷
সেই বেড়িয়ে পড়া থেকেই এই কৃষক পৌঁছে গেলেন অসমের এক পাহাড়ি গ্রামে ৷ আর সেখানেই খুঁজে পেলেন এই ম্যাজিক রাইস ৷ তারপর সেখান থেকে সোজা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে এই চাল নিয়ে চলল নানা গবেষণা ৷ খুব অল্প জমিতেই চাষ শুরু করে প্রথম ম্যাজিক রাইস ফলিয়ে দিলেন তেলঙ্গনার এই কৃষক ৷