#হায়দরাবাদ: ভারত-চিন সীমান্তে চিন সেনাদের হামলায় শহিদ কর্নেল সন্তোষ বাবুর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ শহিদ সেনার পরিবারের হাতে ৫ কোটি টাকার বেশি মূল্যের চেকও তুলে দেন কেসিআর৷ তাঁর সঙ্গে ছিলেন একাধিক মন্ত্রী ও আমলা৷ সূর্যপেটে কর্নেল সন্তোষ বাবুর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাও জ্ঞাপন করেন তাঁরা৷
কর্নেল সন্তোষের স্ত্রী সন্তোষী, মা-বাবা (মঞ্জুলা ও উপেন্দ্র), বোন শ্রুতি ও কর্নেল সন্তোষের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ কর্নেল সন্তোষ বাবুর পরিবারকে ৫ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও, তাঁর স্ত্রী সন্তোষীর হাতে তেলঙ্গানা সরকারে গ্রুপ ওয়ান অফিসার পদে যোগদানের চিঠি, বানজারা হিলস-এ ৭১১ বর্গফুটের একটি ফ্ল্যাট দেন৷
তেলঙ্গনার মুখ্যমন্ত্রী বলেন, কর্নেল সন্তোষ দেশের জন্য প্রাণ দিয়েছেন৷ ওঁর পরিবারের পাশে সব সময় আছি৷ তিনি পরিবারকে জানিয়ে দেন, কোনও রকম দরকার পড়লে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন৷ মন্ত্রী জগদীশ রেড্ডিকে নির্দেশ দেন, কর্নেল সন্তোষ বাবুর পরিবারের খেয়াল রাখার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।