#তেলেঙ্গানা: এ যেন একপ্রকার হুঁশিয়ারিই ৷ তাও আবার রাজ্য থেকে বিতারিত করার হুঁশিয়ারি ৷ বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শুনলেন আসাদউদ্দিন ওয়েসি ৷
খবরটা হল, রবিবার তান্ডুরে এক নির্বাচনী সভায় আসাদউদ্দিন ওয়েসিকে উদ্দেশ্য করে আদিত্যনাথ যোগী বললেন, ‘নিজামের মতো ওয়েসিকেও তেলেঙ্গেনা ছাড়তে হবে !’ তা হঠাৎ এরকম মন্তব্য করলেন কেন যোগী ?
নানা নির্বাচনী সভায় মোদিকে কটাক্ষ করে আসাদউদ্দিন ওয়েসি বলে থাকেন, ক্ষমতা থাকলে পুরনো হায়দরাবাদে তাঁর বিরুদ্ধে লড়ে দেখান মোদী। শুধু তাই নয়, নানা ইস্যুতে যোগীকে নিশানাও করেন তিনি। ওয়েসির এই আক্রমণের জবাব দিলেন যোগী। আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে। তারই প্রচারে সেখানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
এদিন জনসভায় আদিত্যনাথ বলেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে জেনে রাখুন ওয়েসিকে তেলেঙ্গানা ছেড়ে পালাতে হবে। ঠিক যেমন নিজাম হায়দরাবাদ ছেড়ে পালিয়েছিলেন। অন্যদিকে, যোগীর ওই মন্তব্যের জবাব দিয়েছেন ওয়েসিও। তিনি বলেন, ‘ভারত আমার দেশ। যোগীর মতো কারও ক্ষমতা নেই আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে।‘
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Yogi Adityanath, India Assembly Election 2018, Telengana