হোম /খবর /দেশ /
'প্রধানমন্ত্রীরাও তো ছয় ভাইবোন', পরিবার নিয়ে নীতীশের কটাক্ষের জবাব তেজস্বীর

'প্রধানমন্ত্রীরাও তো ছয় ভাইবোন', পরিবার নিয়ে নীতীশের কটাক্ষের জবাব দিলেন তেজস্বী

Photo-File

Photo-File

বিহার বিধানসভা নির্বাচনে এবার স্বভাববিরুদ্ধ ভাবেই তেজস্বীকে ব্যক্তিগত আক্রমণ করছেন নীতীশ কুমার৷

  • Last Updated :
  • Share this:

 #পটনা: বিহার বিধানসভা নির্বাচন শুরুর আগের দিন চরমে পৌঁছল নীতিশ- তেজস্বী কথার লড়াই৷ পরিবার তুলে নীতীশ আক্রমণ করায় তার জবাব দিলেন তেজস্বী৷ সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কটাক্ষ করে বলেন, লালুর পরিবারে কন্যাসন্তানদের উপরে কোনও ভরসা নেই৷ তাই পুত্রসন্তান পাওয়ার আশায় আট-ন'টি সন্তানের জন্ম দেয় তাঁরা৷ নীতীশের এই কটাক্ষের জবাব দিয়ে তেজস্বী এ দিন বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরাও তো ছয় ভাইবোন৷ এই ধরনের মন্তব্য করে নীতীশজি আসলে প্রধানমন্ত্রীকেই অপমান করছেন৷'

সোমবার নীতীশ কুমার বলেছিলেন, 'কারও কোনও হেলদোল আছে? ওদের পরিবারে আট-ন'টি করে সন্তান৷  কন্যাসন্তানের উপরে এঁদের কোনও ভরসাই নেই৷ অতগুলি কন্যাসন্তানের পর একটি পুত্রসন্তান পেয়েছেন ওঁরা৷  এতেই স্পষ্ট, এই মানসিকতা নিয়ে কেমন বিহার তৈরি করতে চান এরা!'

নীতীশ কুমারের এই আক্রমণের জবাব দিয়ে এ দিন তেজস্বী বলেছেন, 'আমার পরিবারকে আক্রমণ করে আসলে প্রধানমন্ত্রীকেই অপমান করেছেন নীতীশ কুমার৷ প্রধানমন্ত্রীরাও ছয় ভাইবোন৷ এই ধরনের ভাষার ব্যবহার করে নীতীশ কুমার মহিলা এবং মায়েদের ভাবাবেগে আঘাত করেছেন৷ আসলে এরা মূল্যবৃদ্ধি, দুর্নীতি, বেকারত্বের মতো মূল সমস্যাগুলি নিয়ে কথা বলতে চান না৷'

এছাড়াও ট্যুইটারে নীতীশকে কটাক্ষ করে তেজস্বী লেখেন, 'নীতীশ কুমার খারাপ কথা বললেও তা আমার কাছে আশীর্বাদের মতোই৷ কারণ তিনি শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত৷ ফলে যা খুশি তাই বলছেন৷ তবে বিহারের মানুষ এবার উন্নয়ন ও কর্মসংস্থানের পক্ষেই ভোট দেবেন৷'

বিহার বিধানসভা নির্বাচনে এবার স্বভাববিরুদ্ধ ভাবেই তেজস্বীকে ব্যক্তিগত আক্রমণ করছেন নীতীশ কুমার৷ বিশেষজ্ঞদের মতে, লালুর অনুপস্থিতি সত্ত্বেও যেভাবে তেজস্বীর জনসভাগুলিতে ভিড় উপচে পড়ছে, তা দেখেই চাপে পড়ে গিয়েছেন অভিজ্ঞ নীতীশ কুমারও৷ বুধবার বিহারে প্রথম দফার ভোট গ্রহণ৷ মোট তিন দফায় ভোট গ্রহণের পর আগামী ১০ নভেম্বর ফল প্রকাশ৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Bihar Election 2020, NITISH KUMAR, Tejashwi Yadav